উয়েফা নেশনস লীগ
জার্মানির জয়োল্লাস
নেশনস লীগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইতালি এবং জার্মানি। দুই পর্বের সেই লড়াইয়ের প্রথম পর্বে হেরে গেল ইতালি। যদিও তারাই ম্যাচে এগিয়েছিল। ৯ মিনিটের মাথায় গোল করেছিলেন সান্দ্রো টোনালি। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকা ইতালি দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করে। টিম ক্লেইনডিয়েনস্ট এবং লিয়োঁ গোরেৎজকা গোল করেন জার্মানির হয়ে। ২০২৩ সালের পর আবার দেশের জার্সি পরার সুযোগ পেয়েছিলেন গোরেৎজকা। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন গোল করে দলকে জিতিয়ে। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলবে জার্মানি।
রোনালদোর হার
দেশের হয়ে খেলতে নেমে হারলেন ক্রিস্তয়ানো রোনালদো। মাঠে দাঁড়িয়ে দেখতে হলো বিপক্ষের গোলদাতা তাকে নকল করে উৎসব করলেন। গোল করে রোনালদোকে ‘সিউ’ উৎসব করতে দেখা যায়। কিন্তু পর্তুগালের তারকা ডেনমার্কের বিপক্ষে গোল করতে পারেননি। প্রথম লেগে ০-১ গোলে হেরে যায় পর্তুগাল। ডেনমার্কের হয়ে গোল করেন রাসমাস হোলান্ড। তিনি রোনালদোর মতো ‘সিউ’ উৎসব করেন। হোলান্ড খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যে দলের হয়ে খেলেই বিশ্ব ফুটবলে নজর কেড়েছিলেন রোনালদো।
ফ্রান্সকে হারিয়ে এগিয়ে রইলো ক্রোয়েশিয়া
ছয় মাসের বেশি সময় পর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের হয়ে মাঠে নামাটা সুখকর হলো না। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতলো ক্রোয়েশিয়া।
স্বাগতিকদের নায়ক ইভান পেরিসিচ। গোল করান ও করেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্যবধান আরও বড় হতে পারত। পঞ্চম মিনিটেই একটি পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু কাজে লাগাতে পারেননি আন্দ্রে ক্রামারিচ। তার দুর্বল শর্ট পা দিয়ে ঠেকান গোলরক্ষক মাইক মিয়াঁ।
ম্যাচে এমবাপ্পের বেশ কয়েকটি শর্ট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকভিচ।
পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শর্ট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। আর ক্রোয়েশিয়ার ৮ শর্টের ৪টি লক্ষ্যে ছিল।
ফ্রান্সের বিপক্ষে প্রথম ৯ বারের দেখায় ক্রোয়েশিয়ার জয় ছিল না একটিও (৬ হার, ৩ ড্র)। সেখানে পরপর দুই ম্যাচে দুবারের বিশ্বকাপ জয়ীদের হারালো ক্রোয়াটরা। ২০২২ সালের জুনে নেশন্স লীগেই ১-০ গোলে জিতেছিল তারা। আগামী রোববার প্যারিসে হবে ফিরতি লেগ।
নেদারল্যান্ডসের মাঠে হার এড়াল স্পেন
বৃহস্পতিবার রাতে রটারডামে নেদারল্যান্ডস ও স্পেন কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।
নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর, শেষ দিকে বদলি নেমে যোগ করা সময়ে সমতা টানেন মেরিনো।
এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী রোববার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।
উয়েফা নেশনস লীগ
জার্মানির জয়োল্লাস
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
নেশনস লীগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইতালি এবং জার্মানি। দুই পর্বের সেই লড়াইয়ের প্রথম পর্বে হেরে গেল ইতালি। যদিও তারাই ম্যাচে এগিয়েছিল। ৯ মিনিটের মাথায় গোল করেছিলেন সান্দ্রো টোনালি। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকা ইতালি দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করে। টিম ক্লেইনডিয়েনস্ট এবং লিয়োঁ গোরেৎজকা গোল করেন জার্মানির হয়ে। ২০২৩ সালের পর আবার দেশের জার্সি পরার সুযোগ পেয়েছিলেন গোরেৎজকা। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন গোল করে দলকে জিতিয়ে। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলবে জার্মানি।
রোনালদোর হার
দেশের হয়ে খেলতে নেমে হারলেন ক্রিস্তয়ানো রোনালদো। মাঠে দাঁড়িয়ে দেখতে হলো বিপক্ষের গোলদাতা তাকে নকল করে উৎসব করলেন। গোল করে রোনালদোকে ‘সিউ’ উৎসব করতে দেখা যায়। কিন্তু পর্তুগালের তারকা ডেনমার্কের বিপক্ষে গোল করতে পারেননি। প্রথম লেগে ০-১ গোলে হেরে যায় পর্তুগাল। ডেনমার্কের হয়ে গোল করেন রাসমাস হোলান্ড। তিনি রোনালদোর মতো ‘সিউ’ উৎসব করেন। হোলান্ড খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যে দলের হয়ে খেলেই বিশ্ব ফুটবলে নজর কেড়েছিলেন রোনালদো।
ফ্রান্সকে হারিয়ে এগিয়ে রইলো ক্রোয়েশিয়া
ছয় মাসের বেশি সময় পর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের হয়ে মাঠে নামাটা সুখকর হলো না। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতলো ক্রোয়েশিয়া।
স্বাগতিকদের নায়ক ইভান পেরিসিচ। গোল করান ও করেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্যবধান আরও বড় হতে পারত। পঞ্চম মিনিটেই একটি পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু কাজে লাগাতে পারেননি আন্দ্রে ক্রামারিচ। তার দুর্বল শর্ট পা দিয়ে ঠেকান গোলরক্ষক মাইক মিয়াঁ।
ম্যাচে এমবাপ্পের বেশ কয়েকটি শর্ট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকভিচ।
পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শর্ট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। আর ক্রোয়েশিয়ার ৮ শর্টের ৪টি লক্ষ্যে ছিল।
ফ্রান্সের বিপক্ষে প্রথম ৯ বারের দেখায় ক্রোয়েশিয়ার জয় ছিল না একটিও (৬ হার, ৩ ড্র)। সেখানে পরপর দুই ম্যাচে দুবারের বিশ্বকাপ জয়ীদের হারালো ক্রোয়াটরা। ২০২২ সালের জুনে নেশন্স লীগেই ১-০ গোলে জিতেছিল তারা। আগামী রোববার প্যারিসে হবে ফিরতি লেগ।
নেদারল্যান্ডসের মাঠে হার এড়াল স্পেন
বৃহস্পতিবার রাতে রটারডামে নেদারল্যান্ডস ও স্পেন কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।
নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর, শেষ দিকে বদলি নেমে যোগ করা সময়ে সমতা টানেন মেরিনো।
এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী রোববার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।