উরুগুয়ের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আর্জেন্টিনা। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি ও কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তিয়াগো আলমাদার একমাত্র গোলে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ জয় পেল লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। এ জয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপ খেলা।
ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে আক্রমণাত্মক খেলতে থাকে। বল দখলে ৫৫ শতাংশ সময় এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে, আর্জেন্টিনা ১২টি শট নেয়, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে।
লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলো দিবালার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছুটা রক্ষণাত্মক খেললেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। প্রথমার্ধের একাধিক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় তারা।
৬৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন তিয়াগো আলমাদা। হুলিয়ান আলভারেসের কাটব্যাকে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে উরুগুয়ের জালে বল পাঠান তিনি। গোলরক্ষক সের্হিও রোচেত ঝাঁপিয়েও পারেননি বল ঠেকাতে।
বাকি সময়ে উরুগুয়ে আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকো গঞ্জালেস। তবে ম্যাচের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর।
আগামী ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট।
শনিবার, ২২ মার্চ ২০২৫
উরুগুয়ের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আর্জেন্টিনা। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি ও কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তিয়াগো আলমাদার একমাত্র গোলে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ জয় পেল লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। এ জয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপ খেলা।
ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে আক্রমণাত্মক খেলতে থাকে। বল দখলে ৫৫ শতাংশ সময় এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে, আর্জেন্টিনা ১২টি শট নেয়, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে।
লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলো দিবালার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছুটা রক্ষণাত্মক খেললেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। প্রথমার্ধের একাধিক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় তারা।
৬৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন তিয়াগো আলমাদা। হুলিয়ান আলভারেসের কাটব্যাকে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে উরুগুয়ের জালে বল পাঠান তিনি। গোলরক্ষক সের্হিও রোচেত ঝাঁপিয়েও পারেননি বল ঠেকাতে।
বাকি সময়ে উরুগুয়ে আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকো গঞ্জালেস। তবে ম্যাচের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর।
আগামী ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট।