এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ভারতের ড্রয়ের পরে শুধু সমর্থকরাই নন, প্রচ- ক্ষুব্ধ দলের স্প্যানিশ কোচ মানোলো মার্কেসও। মঙ্গলবার রাতে শিলংয়ে খেলা শেষে সংবাদ সম্মেলনে কোচ মার্কেস বলেন, ‘আমি শুধু হতাশ নই, প্রচ- ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’ যোগ করেন, ‘আমার কোচিং জীবনের এটাই সব চেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিল। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।’
খেলা শুরু হওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই গোলরক্ষক বিশাল কেথের মারাত্মক ভুলে ভারত পিছিয়ে পড়তে পারতো। বাংলাদেশের মুজিবর ফাঁকা গোলে বল ঠেলতে না পারায় রক্ষা পায় দল। সংবাদ সম্মেলনে বিশালের ভুলের প্রসঙ্গ উঠতেই মানোলো বলেন, ‘এই বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না।’
ভারতীয় দলের কোচ উচ্ছ্বসিত একমাত্র লিস্টন কোলাসোকে নিয়ে। বলেন, ‘বাঁ-প্রান্তে লিস্টন ইতিবাচক ফুটবল খেলেছে। যদিও তা যথেষ্ট নয়।’
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পরের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে আগামী ১০ জুন। সুনীলরা সিঙ্গাপুরের মুখোমুখি হবেন আগামী ৯ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচ আগামী ১৮ নভেম্বর, ঢাকায়।
বুধবার, ২৬ মার্চ ২০২৫
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ভারতের ড্রয়ের পরে শুধু সমর্থকরাই নন, প্রচ- ক্ষুব্ধ দলের স্প্যানিশ কোচ মানোলো মার্কেসও। মঙ্গলবার রাতে শিলংয়ে খেলা শেষে সংবাদ সম্মেলনে কোচ মার্কেস বলেন, ‘আমি শুধু হতাশ নই, প্রচ- ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’ যোগ করেন, ‘আমার কোচিং জীবনের এটাই সব চেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিল। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।’
খেলা শুরু হওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই গোলরক্ষক বিশাল কেথের মারাত্মক ভুলে ভারত পিছিয়ে পড়তে পারতো। বাংলাদেশের মুজিবর ফাঁকা গোলে বল ঠেলতে না পারায় রক্ষা পায় দল। সংবাদ সম্মেলনে বিশালের ভুলের প্রসঙ্গ উঠতেই মানোলো বলেন, ‘এই বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না।’
ভারতীয় দলের কোচ উচ্ছ্বসিত একমাত্র লিস্টন কোলাসোকে নিয়ে। বলেন, ‘বাঁ-প্রান্তে লিস্টন ইতিবাচক ফুটবল খেলেছে। যদিও তা যথেষ্ট নয়।’
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পরের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে আগামী ১০ জুন। সুনীলরা সিঙ্গাপুরের মুখোমুখি হবেন আগামী ৯ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচ আগামী ১৮ নভেম্বর, ঢাকায়।