তায়কোয়ান্দো প্রদর্শনী
স্বাধীনতা দিবস তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডি তায়কোয়ান্দো ক্লাব। বুধবার ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী টুর্নামেন্টে ছয়টি স্বর্ণ, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে পুরুষ ও মহিলা দুই বিভাগের সম্মিলিত ফলাফলে সেরা হয় তারা। চারটি করে স্বর্ণ ও রুপা এবং তিনটি ব্রোঞ্জ জিতে রানার্স-আপ হয় সিরাজগঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুস্কার তুলে দেন ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন। প্রতিযোগিতায় ১০টি করে সংস্থা ও ক্লাবের প্রায় তিনশ’ তায়কোয়ান্দোকা অংশ নেন।
তায়কোয়ান্দো প্রদর্শনী
বুধবার, ২৬ মার্চ ২০২৫
স্বাধীনতা দিবস তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডি তায়কোয়ান্দো ক্লাব। বুধবার ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী টুর্নামেন্টে ছয়টি স্বর্ণ, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে পুরুষ ও মহিলা দুই বিভাগের সম্মিলিত ফলাফলে সেরা হয় তারা। চারটি করে স্বর্ণ ও রুপা এবং তিনটি ব্রোঞ্জ জিতে রানার্স-আপ হয় সিরাজগঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুস্কার তুলে দেন ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন। প্রতিযোগিতায় ১০টি করে সংস্থা ও ক্লাবের প্রায় তিনশ’ তায়কোয়ান্দোকা অংশ নেন।