বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও খেলা হচ্ছে না দেশের পাঁচ উশুকার। আগামী ৫-১১ এপ্রিল চীনের জিয়াংগিংয়ে অনুষ্ঠিত হবে দশম সান্দা বিশ্বকাপের আসর। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও যেতে না পারার আফসোসে পুড়ছেন উশুকারা। কচি রানী মন্ডল বলেন, ‘প্রথমবার বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু শুনেছি, আর্থিক সংকটে সেখানে খেলতে যাওয়া হচ্ছে না আমাদের। এর চেয়ে হতাশার আর কী হতে পারে।’ জানা গেছে, গত বছর সান্দা বিশ্বকাপ আসরের কোয়ালিফাইং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল চীনে। সেখানে দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতেছিলেন লাল সবুজের উশুকারা। এর ফলে বিশ্বকাপেও কোয়ালিফাই করেন পাঁচ উশুকা। এরা হলেন মিলন আলী, নয়ন শেখ, সুকান্ত রায়, ইভা ইয়াসমিন দিশা ও কচি রানী মন্ডল। একটি সূত্রে জানা গেছে, উশু ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। তাই বরাদ্দকৃত অর্থও ছাড়ছে না এই সংস্থাটি। উপরন্তু বিশ্বকাপে খেলার জন্য জিও এবং অর্থ চেয়ে এখন বেকায়দায় উশু ফেডারেশন। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘সাধারণত আমরা আন্তর্জাতিক আসরে খেলতে গেলে ফেডারেশনের ফান্ড থেকেই অর্থ খরচা করি।
শনিবার, ২৯ মার্চ ২০২৫
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও খেলা হচ্ছে না দেশের পাঁচ উশুকার। আগামী ৫-১১ এপ্রিল চীনের জিয়াংগিংয়ে অনুষ্ঠিত হবে দশম সান্দা বিশ্বকাপের আসর। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও যেতে না পারার আফসোসে পুড়ছেন উশুকারা। কচি রানী মন্ডল বলেন, ‘প্রথমবার বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু শুনেছি, আর্থিক সংকটে সেখানে খেলতে যাওয়া হচ্ছে না আমাদের। এর চেয়ে হতাশার আর কী হতে পারে।’ জানা গেছে, গত বছর সান্দা বিশ্বকাপ আসরের কোয়ালিফাইং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল চীনে। সেখানে দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতেছিলেন লাল সবুজের উশুকারা। এর ফলে বিশ্বকাপেও কোয়ালিফাই করেন পাঁচ উশুকা। এরা হলেন মিলন আলী, নয়ন শেখ, সুকান্ত রায়, ইভা ইয়াসমিন দিশা ও কচি রানী মন্ডল। একটি সূত্রে জানা গেছে, উশু ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। তাই বরাদ্দকৃত অর্থও ছাড়ছে না এই সংস্থাটি। উপরন্তু বিশ্বকাপে খেলার জন্য জিও এবং অর্থ চেয়ে এখন বেকায়দায় উশু ফেডারেশন। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘সাধারণত আমরা আন্তর্জাতিক আসরে খেলতে গেলে ফেডারেশনের ফান্ড থেকেই অর্থ খরচা করি।