শ্বাসরুদ্ধকর লড়াই শেষে কোপা দেল রে ফাইনালে জায়গা করে নিয়েছে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়াল মাদ্রিদ ও রেয়াল সোসিয়েদাদের মধ্যে ৪-৪ গোলের ড্র হয়। তবে প্রথম লেগে ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রেয়াল মাদ্রিদ। তবে ১৬ মিনিটে আন্দের বারেনেচিয়ার গোলে এগিয়ে যায় রেয়াল সোসিয়েদাদ। এরপর ৩০তম মিনিটে এন্দ্রিকের দারুণ গোলে সমতা ফেরায় রেয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে মাদ্রিদ। তবে এরপর জুড বেলিংহ্যাম ও অঁহেলিয়া চুয়ামেনির দ্রুত দুই গোল রেয়ালকে এগিয়ে দেয়। অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে আন্টোনিও রুডিগারের হেড থেকে আসে জয়সূচক গোল।
কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদ। এই দুই দলের সেমি-ফাইনালের প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগে বুধবার মাঠে নামবে তারা।
রেয়াল মাদ্রিদের হয়ে গোল করেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার। অন্যদিকে, সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি করে গোল করেন আন্দের বারেনেচিয়া।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে কোপা দেল রে ফাইনালে জায়গা করে নিয়েছে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়াল মাদ্রিদ ও রেয়াল সোসিয়েদাদের মধ্যে ৪-৪ গোলের ড্র হয়। তবে প্রথম লেগে ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রেয়াল মাদ্রিদ। তবে ১৬ মিনিটে আন্দের বারেনেচিয়ার গোলে এগিয়ে যায় রেয়াল সোসিয়েদাদ। এরপর ৩০তম মিনিটে এন্দ্রিকের দারুণ গোলে সমতা ফেরায় রেয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে মাদ্রিদ। তবে এরপর জুড বেলিংহ্যাম ও অঁহেলিয়া চুয়ামেনির দ্রুত দুই গোল রেয়ালকে এগিয়ে দেয়। অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে আন্টোনিও রুডিগারের হেড থেকে আসে জয়সূচক গোল।
কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদ। এই দুই দলের সেমি-ফাইনালের প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগে বুধবার মাঠে নামবে তারা।
রেয়াল মাদ্রিদের হয়ে গোল করেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার। অন্যদিকে, সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি করে গোল করেন আন্দের বারেনেচিয়া।