দুই প্রান্তে দুই বাঁহাতি ব্যাটসম্যান থাকায় মূল সুইং বোলার মার্কো ইয়ানসেনকে রেখে গ্লেন ম্যাক্সওয়েলকে বোলিংয়ে আনলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দারুণভাবে কাজে লাগল সেই কৌশল। বাজে শটে উইকেট বিলিয়ে এলেন রিশাভ পান্ত।
চলমান আইপিএলে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক রিশাভ পান্ত ।
মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ বলে ২ রান করে আউট হন পান্ত। এর আগে প্রথম দুই ম্যাচে তিনি করেন ৬ বলে শূন্য ও ১৫ বলে ১৫।
আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক (২৭ কোটি রুপি) পাওয়া এই ক্রিকেটারের তিন ম্যাচে ২৬ বলে রান ১৭, গড় স্রেফ ৫.৬৬। তার মানের একজন ব্যাটসম্যানের নামের পাশে যা বড্ড বেমানান।মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে চার নম্বরে উইকেটে যান পান্ত। প্রথম বলে তিনি নেন এক রান। পরের ওভারে ম্যাক্সওয়েলের অফস্পিনে প্রথম বলে তিনি কোনো রান নিতে পারেননি। পরের বলে নেন এক রান। তৃতীয় বলে এক রান নিয়ে তাকে স্ট্রাইকে দেন নিকোলাস পুরান। এবার লেগ স্টাম্পের বাইরে অতি নিরীহ এক বলে সুইপ করে শর্ট ফাইন লেগে ধরা পড়েন পান্ত।
আইপিএলে চার ইনিংসে ম্যাক্সওয়েলের বোলিংয়ের মুখোমুখি হয়ে তিনবার আউট হলেন পান্ত। এই সময়ে ১৬ বলে তিনি করতে পারেন কেবল ১২ রান।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
দুই প্রান্তে দুই বাঁহাতি ব্যাটসম্যান থাকায় মূল সুইং বোলার মার্কো ইয়ানসেনকে রেখে গ্লেন ম্যাক্সওয়েলকে বোলিংয়ে আনলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দারুণভাবে কাজে লাগল সেই কৌশল। বাজে শটে উইকেট বিলিয়ে এলেন রিশাভ পান্ত।
চলমান আইপিএলে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক রিশাভ পান্ত ।
মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ বলে ২ রান করে আউট হন পান্ত। এর আগে প্রথম দুই ম্যাচে তিনি করেন ৬ বলে শূন্য ও ১৫ বলে ১৫।
আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক (২৭ কোটি রুপি) পাওয়া এই ক্রিকেটারের তিন ম্যাচে ২৬ বলে রান ১৭, গড় স্রেফ ৫.৬৬। তার মানের একজন ব্যাটসম্যানের নামের পাশে যা বড্ড বেমানান।মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে চার নম্বরে উইকেটে যান পান্ত। প্রথম বলে তিনি নেন এক রান। পরের ওভারে ম্যাক্সওয়েলের অফস্পিনে প্রথম বলে তিনি কোনো রান নিতে পারেননি। পরের বলে নেন এক রান। তৃতীয় বলে এক রান নিয়ে তাকে স্ট্রাইকে দেন নিকোলাস পুরান। এবার লেগ স্টাম্পের বাইরে অতি নিরীহ এক বলে সুইপ করে শর্ট ফাইন লেগে ধরা পড়েন পান্ত।
আইপিএলে চার ইনিংসে ম্যাক্সওয়েলের বোলিংয়ের মুখোমুখি হয়ে তিনবার আউট হলেন পান্ত। এই সময়ে ১৬ বলে তিনি করতে পারেন কেবল ১২ রান।