তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছেছে কাতালান ক্লাবটি।
বুধবার রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকোকে ১-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেররান তরেস। দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয়।
আগামী ২৬ এপ্রিল ফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথমবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলে। ষষ্ঠ মিনিটে রাফিনিয়াকে ফাউল করায় আতলেতিকোর ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা হলুদ কার্ড দেখেন। তবে ভিএআর দেখে রেফারি লাল কার্ড না দিয়ে আগের সিদ্ধান্তই বহাল রাখেন।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বার্সেলোনা। তবে ২৭তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে গোল করেন ফেররান তরেস। এরপরও আক্রমণ অব্যাহত রাখে বার্সেলোনা, তবে গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকো একসঙ্গে তিনটি পরিবর্তন আনে। তাদের একজন আলেকসান্দার সরলথ ৫২তম মিনিটে দারুণ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ৬৯তম মিনিটে সরলথের শট বার্সেলোনার জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
বার্সেলোনার গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় আতলেতিকোর আক্রমণগুলো বিফলে যায়। তরেস বদলি হয়ে নামার পর লেভানদোভস্কি একটি সুযোগ পেলেও গোলরক্ষকের বাধা অতিক্রম করতে পারেননি।
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছেছে টানা ২১ ম্যাচে। লা লিগায় শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচে হারেনি।
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মহারণ স্প্যানিশ ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। এই ক্লাসিকো লড়াই ঘিরে উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছেছে কাতালান ক্লাবটি।
বুধবার রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকোকে ১-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেররান তরেস। দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয়।
আগামী ২৬ এপ্রিল ফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথমবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলে। ষষ্ঠ মিনিটে রাফিনিয়াকে ফাউল করায় আতলেতিকোর ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা হলুদ কার্ড দেখেন। তবে ভিএআর দেখে রেফারি লাল কার্ড না দিয়ে আগের সিদ্ধান্তই বহাল রাখেন।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বার্সেলোনা। তবে ২৭তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে গোল করেন ফেররান তরেস। এরপরও আক্রমণ অব্যাহত রাখে বার্সেলোনা, তবে গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকো একসঙ্গে তিনটি পরিবর্তন আনে। তাদের একজন আলেকসান্দার সরলথ ৫২তম মিনিটে দারুণ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ৬৯তম মিনিটে সরলথের শট বার্সেলোনার জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
বার্সেলোনার গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় আতলেতিকোর আক্রমণগুলো বিফলে যায়। তরেস বদলি হয়ে নামার পর লেভানদোভস্কি একটি সুযোগ পেলেও গোলরক্ষকের বাধা অতিক্রম করতে পারেননি।
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছেছে টানা ২১ ম্যাচে। লা লিগায় শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচে হারেনি।
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মহারণ স্প্যানিশ ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। এই ক্লাসিকো লড়াই ঘিরে উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে।