আইপিএলে কলকাতার হয়ে ২০০ উইকেট নেয়ার কীর্তি ইতোমধ্যে গড়ে ফেলেছেন সুনিল নারাইন। এবার ওয়েস্ট ইন্ডিজের এই স্পিন বোলিং অলরাউন্ডারের সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। স্বীকৃত টি-২০তে কোনো দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির গড়তে তার দরকার আর মাত্র ৯ উইকেট। সবগুলো উইকেট অবশ্য আইপিএলে পাননি ৩৬ বছর বয়সী নারাইন। ১৮২টি নিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। বাকি ১৮টি শিকার করেছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে।
টি-২০ ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের হয়ে অন্তত ২শ’ উইকেট নেয়া দ্বিতীয় ক্রিকেটার নারাইন। সবার আগে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিত প্যাটেল। তিনি নটিংহ্যামশায়ারের হয়ে পেয়েছেন ২০৮ উইকেট। তবে ২০২৩ সালের শেষদিকে তিনি দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন টি-২০ ব্লাস্টের আরেক ক্লাব ডার্বিশায়ারে।
৪০ পেরিয়ে যাওয়া সামিত ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলেছেন নটিংহ্যামশায়ারে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
আইপিএলে কলকাতার হয়ে ২০০ উইকেট নেয়ার কীর্তি ইতোমধ্যে গড়ে ফেলেছেন সুনিল নারাইন। এবার ওয়েস্ট ইন্ডিজের এই স্পিন বোলিং অলরাউন্ডারের সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। স্বীকৃত টি-২০তে কোনো দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির গড়তে তার দরকার আর মাত্র ৯ উইকেট। সবগুলো উইকেট অবশ্য আইপিএলে পাননি ৩৬ বছর বয়সী নারাইন। ১৮২টি নিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। বাকি ১৮টি শিকার করেছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে।
টি-২০ ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের হয়ে অন্তত ২শ’ উইকেট নেয়া দ্বিতীয় ক্রিকেটার নারাইন। সবার আগে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিত প্যাটেল। তিনি নটিংহ্যামশায়ারের হয়ে পেয়েছেন ২০৮ উইকেট। তবে ২০২৩ সালের শেষদিকে তিনি দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন টি-২০ ব্লাস্টের আরেক ক্লাব ডার্বিশায়ারে।
৪০ পেরিয়ে যাওয়া সামিত ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলেছেন নটিংহ্যামশায়ারে।