মহসিন নাকভি
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
মহাদেশীয় সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন নাকভি। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ৩ এপ্রিল এই পদে এলেন নাকভি। থাকবেন দু’বছর। বোর্ডের বাকি সদস্যরা ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেন।
এক প্রেস বিবৃতিতে নাকভি বলেছেন, ‘এশিয়ার ক্রিকেট এখনও অন্যতম সেরা। সমস্ত সদস্যদের সঙ্গে একজোট হয়ে এশিয়ার ক্রিকেটকে আরও ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’ তিনি আরও বলেছেন, ‘আপাতত সুষ্ঠুভাবে এশিয়া কাপ আয়োজন করাই হবে লক্ষ্য।’
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে ভারতে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম ভেবে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আবার গোটা টুর্নামেন্টও সেই দেশে হতে পারে। এটা ঘটনা চুক্তি অনুযায়ী, আপাতত ভারত পাকিস্তানে কিংবা পাকিস্তান ভারতে এসে একে অপরের বিরুদ্ধে খেলবে না আইসিসি ট্রফিতে। নিরপেক্ষ ভেন্যুতে হবে ম্যাচ। যেমনটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
মহসিন নাকভি
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
মহাদেশীয় সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন নাকভি। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ৩ এপ্রিল এই পদে এলেন নাকভি। থাকবেন দু’বছর। বোর্ডের বাকি সদস্যরা ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেন।
এক প্রেস বিবৃতিতে নাকভি বলেছেন, ‘এশিয়ার ক্রিকেট এখনও অন্যতম সেরা। সমস্ত সদস্যদের সঙ্গে একজোট হয়ে এশিয়ার ক্রিকেটকে আরও ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’ তিনি আরও বলেছেন, ‘আপাতত সুষ্ঠুভাবে এশিয়া কাপ আয়োজন করাই হবে লক্ষ্য।’
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে ভারতে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম ভেবে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আবার গোটা টুর্নামেন্টও সেই দেশে হতে পারে। এটা ঘটনা চুক্তি অনুযায়ী, আপাতত ভারত পাকিস্তানে কিংবা পাকিস্তান ভারতে এসে একে অপরের বিরুদ্ধে খেলবে না আইসিসি ট্রফিতে। নিরপেক্ষ ভেন্যুতে হবে ম্যাচ। যেমনটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।