সিয়ার্সের পাঁচ উইকেট
ভালো ক্যাচ নেয়ার পর ম্যাচসেরা ব্রেসওয়েলকে সতীর্থদের অভিনন্দন
ব্যর্থ হলো বাবর আজমের হাফ-সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। দুর্বল নিউজিল্যান্ড দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজে তবু ১টি ম্যাচ জিততে সক্ষম হয় পাকিস্তান। তবে পরবর্তী ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না মোহাম্মদ রিজওয়ানরা। শনিবার মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে পরাজিত হয় পাকিস্তান। ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ পকেটে পোরে কিউইরা।
বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪২ ওভার প্রতি ইনিংসে। বে ওভাল মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রানের বড় ইনিংস গড়ে তোলে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন ওপেনার রিস মারিউ ও ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল।
মারিউ ৬ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। ব্রেসওয়েল ১ চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫৯ রান করে আউট হন। এছাড়া ডারিল মিচেল ৪৩, হেনরি নিকোলস ৩১, টিম সেফার্ত ২৬ ও মহম্মদ আব্বাস ১১ রান করেন। পাকিস্তানের হয়ে ৮ ওভারে ৬২ রান খরচ করে ৪টি উইককেট দখল করেন আকিফ জাভেদ। ৫৪ রানে ২টি উইকেট নেন নাসিম শাহ। ১টি করে উইকেট পকেটে পোরেন ফহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়। ফলে ৪৩ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা। দল হারায় জলে যায় বাবর আজমের হাফ-সেঞ্চুরি। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন।
ফিল্ডারের ছোড়া বল সোজা
হেলমেটে! আহত ইমাম
তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমে আহত হলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। ফিল্ডারের ছোড়া বল ইমামের হেলমেটে এসে লাগে। মাথায় হাত দিয়ে বসে পড়েন পাক ব্যাটার। অস্বস্তি অনুভব করায় অ্যাম্বুল্যান্সের করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ইনিংসের ২.৩ ওভারে ও’রোর্কের বলে ১ রান নেয়ার জন্য দৌড় শুরু করেন পাক ওপেনার ইমাম উল হক। তবে ফিল্ডারের ছোঁড়া বল ঢুকে যায় ইমামের হেলমেটের গ্রিলে। তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। কনকাশন পরিবর্র্তন হিসেবে পাকিস্তান ব্যাট করতে নামানো হয় উসমান খানকে। ইমাম ৭ বলে ১ রান করেন। উসমান ১৭ বলে ১২ রান করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন ১২ জন। সেই ম্যাচে হ্যারিস রউফের জায়গায় ব্যাট করতে নামেন নাসিম শাহ। সুতরাং, পাকিস্তান পরপর ২টি আন্তর্জাতিক ম্যাচে ১২ জন করে ব্যাটারকে ব্যবহার করে। যদিও ২টি ম্যাচেই হারতে হয় তাদের।
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে বাবরের হাফ-সেঞ্চুরি ছাড়া আবদুল্লা শফিক ৩৩, মোহাম্মদ রিজওয়ান ৩৭, তায়েব তাহির ৩৩, নাসিম শাহ ১৭ ও সালমান আগা ১১ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৯ ওভারে ৩৪ রান খরচ করে ৫টি উইকেট নেন বেন সিয়ার্স। ৪০ রানে ২টি উইকেট নেন জেকব ডাফি। ১টি উইকেট নেন ব্রেসওয়েল। ম্যাচসেরা হন কিউয়ি দলনায়ক ব্রেসওয়েল। সাকুল্যে ১০টি উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন বেন সিয়ার্স।
দর্শকের উপর চড়াও পাক ক্রিকেটার খুশদিল
নিউজিল্যান্ডের কাছে এক দিনের সিরিজে হেরেছে পাকিস্তান। ম্যাচের পর খারাপ দৃশ্য দেখা গেলো মাঠে। এক দর্শকের ওপর চড়াও হলেন পাক ক্রিকেটার খুশদিল শাহ। পাকিস্তান বোর্ডের দাবি, দেশ-বিরোধী স্লেøাগান দেয়া হয়েছিল।
আবার সিয়ার্সের পাঁচ উইকেট, টানা দ্বিতীয় ম্যাচে কনকাশন বদলি নেয়া পাকিস্তান হোয়াটওয়াশ
সিয়ার্সের পাঁচ উইকেট
ভালো ক্যাচ নেয়ার পর ম্যাচসেরা ব্রেসওয়েলকে সতীর্থদের অভিনন্দন
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
ব্যর্থ হলো বাবর আজমের হাফ-সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। দুর্বল নিউজিল্যান্ড দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজে তবু ১টি ম্যাচ জিততে সক্ষম হয় পাকিস্তান। তবে পরবর্তী ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না মোহাম্মদ রিজওয়ানরা। শনিবার মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে পরাজিত হয় পাকিস্তান। ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ পকেটে পোরে কিউইরা।
বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪২ ওভার প্রতি ইনিংসে। বে ওভাল মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রানের বড় ইনিংস গড়ে তোলে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন ওপেনার রিস মারিউ ও ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল।
মারিউ ৬ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। ব্রেসওয়েল ১ চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫৯ রান করে আউট হন। এছাড়া ডারিল মিচেল ৪৩, হেনরি নিকোলস ৩১, টিম সেফার্ত ২৬ ও মহম্মদ আব্বাস ১১ রান করেন। পাকিস্তানের হয়ে ৮ ওভারে ৬২ রান খরচ করে ৪টি উইককেট দখল করেন আকিফ জাভেদ। ৫৪ রানে ২টি উইকেট নেন নাসিম শাহ। ১টি করে উইকেট পকেটে পোরেন ফহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়। ফলে ৪৩ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা। দল হারায় জলে যায় বাবর আজমের হাফ-সেঞ্চুরি। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন।
ফিল্ডারের ছোড়া বল সোজা
হেলমেটে! আহত ইমাম
তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমে আহত হলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। ফিল্ডারের ছোড়া বল ইমামের হেলমেটে এসে লাগে। মাথায় হাত দিয়ে বসে পড়েন পাক ব্যাটার। অস্বস্তি অনুভব করায় অ্যাম্বুল্যান্সের করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ইনিংসের ২.৩ ওভারে ও’রোর্কের বলে ১ রান নেয়ার জন্য দৌড় শুরু করেন পাক ওপেনার ইমাম উল হক। তবে ফিল্ডারের ছোঁড়া বল ঢুকে যায় ইমামের হেলমেটের গ্রিলে। তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। কনকাশন পরিবর্র্তন হিসেবে পাকিস্তান ব্যাট করতে নামানো হয় উসমান খানকে। ইমাম ৭ বলে ১ রান করেন। উসমান ১৭ বলে ১২ রান করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন ১২ জন। সেই ম্যাচে হ্যারিস রউফের জায়গায় ব্যাট করতে নামেন নাসিম শাহ। সুতরাং, পাকিস্তান পরপর ২টি আন্তর্জাতিক ম্যাচে ১২ জন করে ব্যাটারকে ব্যবহার করে। যদিও ২টি ম্যাচেই হারতে হয় তাদের।
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে বাবরের হাফ-সেঞ্চুরি ছাড়া আবদুল্লা শফিক ৩৩, মোহাম্মদ রিজওয়ান ৩৭, তায়েব তাহির ৩৩, নাসিম শাহ ১৭ ও সালমান আগা ১১ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৯ ওভারে ৩৪ রান খরচ করে ৫টি উইকেট নেন বেন সিয়ার্স। ৪০ রানে ২টি উইকেট নেন জেকব ডাফি। ১টি উইকেট নেন ব্রেসওয়েল। ম্যাচসেরা হন কিউয়ি দলনায়ক ব্রেসওয়েল। সাকুল্যে ১০টি উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন বেন সিয়ার্স।
দর্শকের উপর চড়াও পাক ক্রিকেটার খুশদিল
নিউজিল্যান্ডের কাছে এক দিনের সিরিজে হেরেছে পাকিস্তান। ম্যাচের পর খারাপ দৃশ্য দেখা গেলো মাঠে। এক দর্শকের ওপর চড়াও হলেন পাক ক্রিকেটার খুশদিল শাহ। পাকিস্তান বোর্ডের দাবি, দেশ-বিরোধী স্লেøাগান দেয়া হয়েছিল।
আবার সিয়ার্সের পাঁচ উইকেট, টানা দ্বিতীয় ম্যাচে কনকাশন বদলি নেয়া পাকিস্তান হোয়াটওয়াশ