পেনাল্টি মিস করে হতাশ ভিনিসিয়াস
নিজেদের মাঠে রেয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরেছে ভালেন্সিয়ার কাছে। স্প্যানিশ লা লিগায় দুই দলের প্রথম দেখায় একই ব্যবধানে হেরেছিল রেয়াল। রেয়াল মাদ্রিদের হারে লিডের সুযোগ ছিল বার্সেলোনার । কিন্তু সেটা কাজে লাগাতে পারল না হান্সি ফ্লিকের দল । অনেক সুযোগ নষ্ট করে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করল বার্সা।
রবিবার পুরো ম্যাচে গোলের জন্য ১০ শট নিয়ে মাত্র দুটি লক্ষে রাখতে পারে ভালেন্সিয়া, তাতেই বাজিমাত । আর প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নিয়ে ৯টি লক্ষে রেখেও মলিন মুখে মাঠ ছাড়েন এমবাপ্পে-ভিনিসিয়াসরা।
আসরে পঞ্চম হারের পর ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
প্রথম ১৫ মিনিটেই দুটি সুবর্ণ সুযোগ হারানোর পর, উল্টো পিছিয়ে পড়ে রেয়াল। দশম মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়াস গোল করতে ব্যর্থ হন। তার দুর্বল স্পট কিক রুখে দেন গোলি মামারদাশভিলি।
গত ১৩ মার্চ চ্যাম্পিয়ন্স লীগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনিসিয়াস। এর পাঁচ মিনিট পর ফিছিয়ে পরে স্বাগতিকরা। কর্নার মটের বল হেডে জালে পাঠান দিয়াখাবি।
গোল করার আনন্দ দুই মিনিট পরই অফসাইডে এমবাপ্পের গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। কর্নারে বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বল গোলমুখ থেকে টোকায় আসরে নিজের ১১তম গোলটি করেন ভিনি। শেষ সময়ে রেয়ালের সব ব্যর্থতা আরও বড় হয়ে ওঠে। ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সতীর্থের ক্রস পেয়ে নিখুঁত হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান দুরো, আর পুরোপুরি যেন নিস্তব্ধ হয়ে যায় বের্নাবেউ।
চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে খেলবে রেয়াল। গুরুত্বপূর্ণ ওই লড়াইয়ের আগে এই পরাজয়ে দলটির আত্মবিশ্বাসে চোট লাগতে পারে।
বেতিসের সঙ্গে বার্সার ড্র
অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে ড্র করে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না হান্সি ফ্লিকের দল বার্সা। গত শনিবার রাতে লা লিগায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয় । গাভি বার্সেলোনাকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান নাতান। নিজেদের মাঠে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন?্য ১৩ শট নেয় বার্সেলোনা, এর পাঁচটি ছিল লক্ষে?। আর বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষে।
গতিময় ফুটবলে শুরুতে বার্সেলোনাকে চেপে ধরে বেতিস।
কিন্তু সপ্তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ফের রান তরেসের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন একাদশে ফেরা তরুণ মিডফিল্ডার গাভি। শৈশবের ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি তিনি।
১৭ মিনিটে সমতা ফেরায় বেতিস। জিওভানি লো সেলসোর কর্নারে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন নাতান।
একের পর এক আক্রমণে বেতিসের রক্ষণে প্রবল চাপ তৈরি করে বার্সেলোনা। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৮তম মিনিটে সুযোগ পেয়ে যায় বেতিস। নাতানের দূরপাল্লার শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক।
যোগ করা সময়ের একদম শেষেও একটা সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু রাফিনিয়ার ক্রসে পা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি ও ফের্মিন লোপেস।
৩০ ম?্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে বেতিস। ২ ম?্যাচ কম খেলা ভিয়ারেয়াল ৪৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।
পেনাল্টি মিস করে হতাশ ভিনিসিয়াস
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
নিজেদের মাঠে রেয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরেছে ভালেন্সিয়ার কাছে। স্প্যানিশ লা লিগায় দুই দলের প্রথম দেখায় একই ব্যবধানে হেরেছিল রেয়াল। রেয়াল মাদ্রিদের হারে লিডের সুযোগ ছিল বার্সেলোনার । কিন্তু সেটা কাজে লাগাতে পারল না হান্সি ফ্লিকের দল । অনেক সুযোগ নষ্ট করে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করল বার্সা।
রবিবার পুরো ম্যাচে গোলের জন্য ১০ শট নিয়ে মাত্র দুটি লক্ষে রাখতে পারে ভালেন্সিয়া, তাতেই বাজিমাত । আর প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নিয়ে ৯টি লক্ষে রেখেও মলিন মুখে মাঠ ছাড়েন এমবাপ্পে-ভিনিসিয়াসরা।
আসরে পঞ্চম হারের পর ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
প্রথম ১৫ মিনিটেই দুটি সুবর্ণ সুযোগ হারানোর পর, উল্টো পিছিয়ে পড়ে রেয়াল। দশম মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়াস গোল করতে ব্যর্থ হন। তার দুর্বল স্পট কিক রুখে দেন গোলি মামারদাশভিলি।
গত ১৩ মার্চ চ্যাম্পিয়ন্স লীগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনিসিয়াস। এর পাঁচ মিনিট পর ফিছিয়ে পরে স্বাগতিকরা। কর্নার মটের বল হেডে জালে পাঠান দিয়াখাবি।
গোল করার আনন্দ দুই মিনিট পরই অফসাইডে এমবাপ্পের গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। কর্নারে বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বল গোলমুখ থেকে টোকায় আসরে নিজের ১১তম গোলটি করেন ভিনি। শেষ সময়ে রেয়ালের সব ব্যর্থতা আরও বড় হয়ে ওঠে। ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সতীর্থের ক্রস পেয়ে নিখুঁত হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান দুরো, আর পুরোপুরি যেন নিস্তব্ধ হয়ে যায় বের্নাবেউ।
চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে খেলবে রেয়াল। গুরুত্বপূর্ণ ওই লড়াইয়ের আগে এই পরাজয়ে দলটির আত্মবিশ্বাসে চোট লাগতে পারে।
বেতিসের সঙ্গে বার্সার ড্র
অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে ড্র করে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না হান্সি ফ্লিকের দল বার্সা। গত শনিবার রাতে লা লিগায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয় । গাভি বার্সেলোনাকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান নাতান। নিজেদের মাঠে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন?্য ১৩ শট নেয় বার্সেলোনা, এর পাঁচটি ছিল লক্ষে?। আর বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষে।
গতিময় ফুটবলে শুরুতে বার্সেলোনাকে চেপে ধরে বেতিস।
কিন্তু সপ্তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ফের রান তরেসের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন একাদশে ফেরা তরুণ মিডফিল্ডার গাভি। শৈশবের ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি তিনি।
১৭ মিনিটে সমতা ফেরায় বেতিস। জিওভানি লো সেলসোর কর্নারে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন নাতান।
একের পর এক আক্রমণে বেতিসের রক্ষণে প্রবল চাপ তৈরি করে বার্সেলোনা। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৮তম মিনিটে সুযোগ পেয়ে যায় বেতিস। নাতানের দূরপাল্লার শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক।
যোগ করা সময়ের একদম শেষেও একটা সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু রাফিনিয়ার ক্রসে পা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি ও ফের্মিন লোপেস।
৩০ ম?্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে বেতিস। ২ ম?্যাচ কম খেলা ভিয়ারেয়াল ৪৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।