আবাহনীর পারভেজ হোসেন
ঈদের ছুটির পর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে বিকেএসপির মাঠে শাইনপুকুর ক্লাবের বিপক্ষে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে আবাহনীর ম্যাচ জয় সহজ করেন ওপেনার পারভেজ হোসেন।
প্রতিপক্ষকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে আবাহনী লিমিটেড ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় স্রেফ ৬.৪ ওভারেই।
বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলে ফিফটি করেন পারভেজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড। এই রেকর্ড গড়ার ম্যাচে প্রথম চার বলে ১ রান করেন পারভেজ। দ্বিতীয় ওভারে অনিয়মিত অফ স্পিনার রহমতউল্লাহ আলি আক্রমণে আসতেই ঝড় তোলেন তিনি। দ্বিতীয় বলে অল্পের জন্য হয়নি ছক্কা। তবে পরের টানা চার বল ঠিকই সীমানার ওপারে আছড়ে ফেলেন আবাহনী ওপেনার।
এক ওভার পর আলি মোহাম্মদের বলে দুটি বাউন্ডারির পর দুটি ছক্কা মারেন পারভেজ। ওই ওভারের দ্বিতীয় ছক্কায় পঞ্চাশ পূর্ণ হয় তার।
এরপর আর ইনিংস বড় করার সুযোগ তেমন ছিল না তার। লক্ষ্যই যে ছিল কেবল ৮৯ রান!
ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে সোয়া তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি শাইনপুকুর। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। দলের অন্য কোনও ব্যাটসম্যান ১৫ ছুঁতে পারেননি।
আবাহনীর পক্ষে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট।
৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।
সংক্ষিপ্ত স্কোর : শাইনপুকুর ক্লাব ২৫.৪ ওভারে ৮৮ (মিনহাজুল ৩৮; রিপন ২/১২, রকিবুল ২/৯, মোসাদ্দেক ৪/৩৬)। আবাহনী ৬.৪ ওভারে ৮৯/০ (পারভেজ ৬১*, জিসান ১৭*)। ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন।
আবাহনীর পারভেজ হোসেন
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
ঈদের ছুটির পর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে বিকেএসপির মাঠে শাইনপুকুর ক্লাবের বিপক্ষে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে আবাহনীর ম্যাচ জয় সহজ করেন ওপেনার পারভেজ হোসেন।
প্রতিপক্ষকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে আবাহনী লিমিটেড ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় স্রেফ ৬.৪ ওভারেই।
বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলে ফিফটি করেন পারভেজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড। এই রেকর্ড গড়ার ম্যাচে প্রথম চার বলে ১ রান করেন পারভেজ। দ্বিতীয় ওভারে অনিয়মিত অফ স্পিনার রহমতউল্লাহ আলি আক্রমণে আসতেই ঝড় তোলেন তিনি। দ্বিতীয় বলে অল্পের জন্য হয়নি ছক্কা। তবে পরের টানা চার বল ঠিকই সীমানার ওপারে আছড়ে ফেলেন আবাহনী ওপেনার।
এক ওভার পর আলি মোহাম্মদের বলে দুটি বাউন্ডারির পর দুটি ছক্কা মারেন পারভেজ। ওই ওভারের দ্বিতীয় ছক্কায় পঞ্চাশ পূর্ণ হয় তার।
এরপর আর ইনিংস বড় করার সুযোগ তেমন ছিল না তার। লক্ষ্যই যে ছিল কেবল ৮৯ রান!
ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে সোয়া তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি শাইনপুকুর। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। দলের অন্য কোনও ব্যাটসম্যান ১৫ ছুঁতে পারেননি।
আবাহনীর পক্ষে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট।
৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।
সংক্ষিপ্ত স্কোর : শাইনপুকুর ক্লাব ২৫.৪ ওভারে ৮৮ (মিনহাজুল ৩৮; রিপন ২/১২, রকিবুল ২/৯, মোসাদ্দেক ৪/৩৬)। আবাহনী ৬.৪ ওভারে ৮৯/০ (পারভেজ ৬১*, জিসান ১৭*)। ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন।