সুইডিশ ক্রিকেট বোর্ড এর ২০২৫-২০২৯ মেয়াদের জন্য বোর্ড সদস্য ও সচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মোঃ আতিকুর রহমান। গত ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি পুনঃনির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়, এবং আমি এই খেলাটির আরও বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’
সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, এবং ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, উচ্চ শিক্ষার্থে ২০১০ সালে সুইডেনে যান আতিকুর। সেখানে ইউনিভার্সিটি অব বোরাস থেকে ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লগজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
সুইডিশ ক্রিকেট বোর্ড এর ২০২৫-২০২৯ মেয়াদের জন্য বোর্ড সদস্য ও সচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মোঃ আতিকুর রহমান। গত ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি পুনঃনির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়, এবং আমি এই খেলাটির আরও বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’
সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, এবং ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, উচ্চ শিক্ষার্থে ২০১০ সালে সুইডেনে যান আতিকুর। সেখানে ইউনিভার্সিটি অব বোরাস থেকে ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লগজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।