সেঞ্চুরিয়ান তানজিদের ব্যাটিং ঝড়, হাঁকান ৭ ছক্কা
ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটে পারটেক্স ক্লাবকে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লীগ ম্যাচে জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল মাত্র ১৩০ রানের, সেখানে তানজিদ একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। ১০ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৯ বলে করেন এই রান। লীগে এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তানজিদের সংগ্রহ ৩৮৪ রান। ধারাবাহিকভাবে ঝড়ো ব্যাটিংয়ে ১৪৩.২৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন। লীগে অন্তত আড়াইশ’ রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। তানজিদের তা-বে কোনো উইকেট না হারিয়ে ১৮৯ বল বাকি থাকতেই জিতে গেছে রূপগঞ্জ। ৯ ম্যাচে তাদের এটি পঞ্চম জয়। এর মধ্যে তিনটিই তারা জিতেছে ১০ উইকেটে। আরেক ওপেনার সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের প্রথমভাগে পারটেক্সকে অল্পে আটকে রাখার বড় কারিগর শেখ মেহেদি হাসান। ১০ ওভারে এক মেডেনসহ ৩৪ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। দুই পেসার শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজার শিকার ২টি করে উইকেট।
পারটেক্সের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তিন নম্বরে নামা রুবেল মিয়া। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রূপগঞ্জের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে দুই জয়ে দশ নম্বরে পারটেক্স।
সংক্ষিপ্ত স্কোর : পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৪.৪ ওভারে ১২৯ (রুবেল ৪১, আহরার ২৪; শরিফুল ২/২০, রাজা ২/২৭, মেহেদি ৪/৩৪)।
লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮.৩ ওভারে ১৩২/০ (সাইফ ২৬*, তানজিদ ১০৩*)। ম্যাচসেরা : তানজিদ হাসান।
রূপগঞ্জ টাইগার্স জয়ী
শেরেবাংলা স্টেডিয়ামে লীগের নাসির হোসেনের প্রত্যাবর্তনী ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ৮ উইকেটে হারায় গাজী গ্রুপকে। টস হেরে ব্যাটিং পেয়ে গাজী গ্রুপ ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। ১৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ওপেনিং জুটিতে আব্দুল মজিদ ও অমিত মজুমদার মিলে গড়েন ১৩৮ রানের জুটি। মজিদ ৭৯ বলে ৫৩ রান করে স্বেচ্ছায় অবসরে গেলে ক্রিজে নামার সুযোগ পান নাসির। কিন্তু চার মেরে জয়ের বন্দরে পৌঁছাতে গিয়ে আউট হয়ে যান দেড় বছর পর ক্রিকেটে ফেরা এই অলরাউন্ডার। ১১ বলে ২ চারে নাসির খেলেন ৯ রানের ইনিংস। তার আগে অবশ্য অমিত মজুমদার ৭৬ রানের ইনিংস খেলে আউট হন। ৯৮ বলে ১০ চারে এই ইনিংস খেলে ম্যাচ সেরা হন অমিত।
গাজীর বোলারদের মধ্যে তোফায়েল আহমেদ ও আব্দুল গাফফার প্রত্যেকে ১টি করে উইকেট শিকার করেন।
তাইবুর জেতালেন অগ্রণীকে
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের আরেক ম্যাচে তাইবুর পারভেজের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার তারা ৪ উইকেটে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করে ব্রাদার্স ২৩৮ রানের সংগ্রহ দাঁড় করায়। সেই লক্ষে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ৮ বল আগে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলটির জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তাইবুর। বল হাতে চার উইকেট নেয়া এই স্পিনার ব্যাট হাতে উপহার দেন ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
বিকেএসপিতে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক।
সেঞ্চুরিয়ান তানজিদের ব্যাটিং ঝড়, হাঁকান ৭ ছক্কা
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটে পারটেক্স ক্লাবকে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লীগ ম্যাচে জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল মাত্র ১৩০ রানের, সেখানে তানজিদ একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। ১০ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৯ বলে করেন এই রান। লীগে এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তানজিদের সংগ্রহ ৩৮৪ রান। ধারাবাহিকভাবে ঝড়ো ব্যাটিংয়ে ১৪৩.২৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন। লীগে অন্তত আড়াইশ’ রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। তানজিদের তা-বে কোনো উইকেট না হারিয়ে ১৮৯ বল বাকি থাকতেই জিতে গেছে রূপগঞ্জ। ৯ ম্যাচে তাদের এটি পঞ্চম জয়। এর মধ্যে তিনটিই তারা জিতেছে ১০ উইকেটে। আরেক ওপেনার সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের প্রথমভাগে পারটেক্সকে অল্পে আটকে রাখার বড় কারিগর শেখ মেহেদি হাসান। ১০ ওভারে এক মেডেনসহ ৩৪ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। দুই পেসার শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজার শিকার ২টি করে উইকেট।
পারটেক্সের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তিন নম্বরে নামা রুবেল মিয়া। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রূপগঞ্জের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে দুই জয়ে দশ নম্বরে পারটেক্স।
সংক্ষিপ্ত স্কোর : পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৪.৪ ওভারে ১২৯ (রুবেল ৪১, আহরার ২৪; শরিফুল ২/২০, রাজা ২/২৭, মেহেদি ৪/৩৪)।
লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮.৩ ওভারে ১৩২/০ (সাইফ ২৬*, তানজিদ ১০৩*)। ম্যাচসেরা : তানজিদ হাসান।
রূপগঞ্জ টাইগার্স জয়ী
শেরেবাংলা স্টেডিয়ামে লীগের নাসির হোসেনের প্রত্যাবর্তনী ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ৮ উইকেটে হারায় গাজী গ্রুপকে। টস হেরে ব্যাটিং পেয়ে গাজী গ্রুপ ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। ১৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ওপেনিং জুটিতে আব্দুল মজিদ ও অমিত মজুমদার মিলে গড়েন ১৩৮ রানের জুটি। মজিদ ৭৯ বলে ৫৩ রান করে স্বেচ্ছায় অবসরে গেলে ক্রিজে নামার সুযোগ পান নাসির। কিন্তু চার মেরে জয়ের বন্দরে পৌঁছাতে গিয়ে আউট হয়ে যান দেড় বছর পর ক্রিকেটে ফেরা এই অলরাউন্ডার। ১১ বলে ২ চারে নাসির খেলেন ৯ রানের ইনিংস। তার আগে অবশ্য অমিত মজুমদার ৭৬ রানের ইনিংস খেলে আউট হন। ৯৮ বলে ১০ চারে এই ইনিংস খেলে ম্যাচ সেরা হন অমিত।
গাজীর বোলারদের মধ্যে তোফায়েল আহমেদ ও আব্দুল গাফফার প্রত্যেকে ১টি করে উইকেট শিকার করেন।
তাইবুর জেতালেন অগ্রণীকে
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের আরেক ম্যাচে তাইবুর পারভেজের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার তারা ৪ উইকেটে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করে ব্রাদার্স ২৩৮ রানের সংগ্রহ দাঁড় করায়। সেই লক্ষে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ৮ বল আগে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলটির জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তাইবুর। বল হাতে চার উইকেট নেয়া এই স্পিনার ব্যাট হাতে উপহার দেন ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
বিকেএসপিতে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক।