চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলের ব্যর্থতার পর নেতৃত্ব ছেড়ে দেন জস বাটলার। তার শূন্যস্থান পূরণ করলেন ব্যাটার হ্যারি ব্রুক। সাদা বলের ক্রিকেটে তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড বোর্ড (ইসিবি)।
ব্রুক ওয়ানডে, টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন। ব্রুক গত ১২ মাস ধরেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পাশাপাশি এই পদের জন্য তিনিই ছিলেন সেরা পছন্দ।
ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‘ব্রুক আমাদের উত্তরসূরি বেছে নেয়ার পরিকল্পনার অংশ ছিল অনেক দিন ধরেই। যদিও সুযোগটা এসেছে প্রত্যাশিত সময়ের আগে। হ্যারি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, তার ক্রিকেট মেধাও অসাধারণ। তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে, যা আমাদের আরও সিরিজ, বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।’
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলের ব্যর্থতার পর নেতৃত্ব ছেড়ে দেন জস বাটলার। তার শূন্যস্থান পূরণ করলেন ব্যাটার হ্যারি ব্রুক। সাদা বলের ক্রিকেটে তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড বোর্ড (ইসিবি)।
ব্রুক ওয়ানডে, টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন। ব্রুক গত ১২ মাস ধরেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পাশাপাশি এই পদের জন্য তিনিই ছিলেন সেরা পছন্দ।
ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‘ব্রুক আমাদের উত্তরসূরি বেছে নেয়ার পরিকল্পনার অংশ ছিল অনেক দিন ধরেই। যদিও সুযোগটা এসেছে প্রত্যাশিত সময়ের আগে। হ্যারি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, তার ক্রিকেট মেধাও অসাধারণ। তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে, যা আমাদের আরও সিরিজ, বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।’