প্রিমিয়ার লীগে শনিবার আরেক ম্যাচে আজিজুল হাকিমের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায় গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় গুলশান ক্রিকেট ক্লাব। ২০৪ রানের লক্ষে ৭৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে প্রিমিয়ার লীগের নবাগত দলটি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সুপার লীগ শুরু করবে গুলশান। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের ঝুলিতে ১০ পয়েন্ট। দলের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আজিজুল হাকিম। ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওই ওভারেরই শেষ বলে আউট হন ১০৬ বলে ১০৫ রান করা গুলশান অধিনায়ক।
ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক। ৭
নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন সাজ্জাদুল হক। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৪৩ রান।
দারুণ ছন্দে থাকা মোহাম্মদ নাঈম শেখ ৩৬ রান করে বোল্ড হন। ১১ ম্যাচে এখন পর্যন্ত লীগের সর্বোচ্চ ৬১৮ রান নিয়ে আসর শেষ করলেন বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর : প্রাইম ব্যাংক ক্লাব ৪৭.৩ ওভারে ২০৩ (সাব্বির ২২, নাঈম ৩৬, জাকির ২২, ইরফান ৪৩, সাজ্জাদুল ৫১*; মেহেদি ৩/৩৫, পায়েল ২/৩৭, নিহাদ ২/২৯)। গুলশান ক্লাব ৩৭.১ ওভারে ২০৪/৫ (জাওয়াদ ৩৩, আজিজুল ১০৫, খালিদ ৩৮; নাঈম ২/৪৫)
ম্যাচসেরা : আজিজুল হাকিম।
মজিদের সেঞ্চুরিতে জয়ী
রূপগঞ্জ টাইগার্স
দিনের অন্য ম্যাচে আব্দুল মজিদের সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৮ রানে হারায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ২৫১ রানের লক্ষে ১১ বল বাকি থাকতে ২২২ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন লীগ এড়ানোর সম্ভাবনা জাগিয়েছে রূপগঞ্জ টাইগার্স। সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া শাইনপুকুর নামবে অবনমন এড়ানোর লড়াইয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১০২ রানের অপরাজিত ইনিংসে রূপগঞ্জের জয়ের কারিগর আব্দুল মজিদ। এর সঙ্গে ব্যাট হাতে ফিফটির পর বোলিংয়ে ৪ উইকেট নেন মাহমুদুল হাসান।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে একাই টেনে নেন মজিদ। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন মাহমুদুল। দু’জন মিলে গড়েন ৯২ রানের জুটি। ৫৪ বলে ৫৬ রান করে ফেরেন মাহমুদুল। ইনিংসের শেষ ওভারে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করেন মজিদ। ১৩৯ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
রান তাড়ায় মাত্র ২৭ বলে ৫০ রান করে শাইনপুকুরকে ঝড়ো শুরু এনে দেন মইনুল ইসলাম। পরে রহিম আহমেদ ও শাহরিয়ার সাকিবের ব্যাট থেকেও আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। ৩৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় শাইনপুকুর। ৯ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন মাহমুদুল।
সংক্ষিপ্ত স্কোর : রূপগঞ্জ টাইগার্স ২৫০/৬ (মজিদ ১০২*, নাসির ২৩, আল আমিন ২২, মাহমুদুল ৫৬; শরিফুল ২/৩৪, আলি ২/৫৭)। শাইনপুকুর ক্লাব ৪৮.১ ওভারে ২২২ (মইনুল ৫০, রহিম ৫৩, সাকিব ৫০, সাব্বির ২১; মহিউদ্দিন ২/৩৬, আওলাদ ৩/৪৮, মাহমুদুল ৪/৩১)।
ম্যাচসেরা : আব্দুল মজিদ।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
প্রিমিয়ার লীগে শনিবার আরেক ম্যাচে আজিজুল হাকিমের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায় গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় গুলশান ক্রিকেট ক্লাব। ২০৪ রানের লক্ষে ৭৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে প্রিমিয়ার লীগের নবাগত দলটি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সুপার লীগ শুরু করবে গুলশান। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের ঝুলিতে ১০ পয়েন্ট। দলের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আজিজুল হাকিম। ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওই ওভারেরই শেষ বলে আউট হন ১০৬ বলে ১০৫ রান করা গুলশান অধিনায়ক।
ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক। ৭
নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন সাজ্জাদুল হক। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৪৩ রান।
দারুণ ছন্দে থাকা মোহাম্মদ নাঈম শেখ ৩৬ রান করে বোল্ড হন। ১১ ম্যাচে এখন পর্যন্ত লীগের সর্বোচ্চ ৬১৮ রান নিয়ে আসর শেষ করলেন বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর : প্রাইম ব্যাংক ক্লাব ৪৭.৩ ওভারে ২০৩ (সাব্বির ২২, নাঈম ৩৬, জাকির ২২, ইরফান ৪৩, সাজ্জাদুল ৫১*; মেহেদি ৩/৩৫, পায়েল ২/৩৭, নিহাদ ২/২৯)। গুলশান ক্লাব ৩৭.১ ওভারে ২০৪/৫ (জাওয়াদ ৩৩, আজিজুল ১০৫, খালিদ ৩৮; নাঈম ২/৪৫)
ম্যাচসেরা : আজিজুল হাকিম।
মজিদের সেঞ্চুরিতে জয়ী
রূপগঞ্জ টাইগার্স
দিনের অন্য ম্যাচে আব্দুল মজিদের সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৮ রানে হারায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ২৫১ রানের লক্ষে ১১ বল বাকি থাকতে ২২২ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন লীগ এড়ানোর সম্ভাবনা জাগিয়েছে রূপগঞ্জ টাইগার্স। সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া শাইনপুকুর নামবে অবনমন এড়ানোর লড়াইয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১০২ রানের অপরাজিত ইনিংসে রূপগঞ্জের জয়ের কারিগর আব্দুল মজিদ। এর সঙ্গে ব্যাট হাতে ফিফটির পর বোলিংয়ে ৪ উইকেট নেন মাহমুদুল হাসান।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে একাই টেনে নেন মজিদ। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন মাহমুদুল। দু’জন মিলে গড়েন ৯২ রানের জুটি। ৫৪ বলে ৫৬ রান করে ফেরেন মাহমুদুল। ইনিংসের শেষ ওভারে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করেন মজিদ। ১৩৯ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
রান তাড়ায় মাত্র ২৭ বলে ৫০ রান করে শাইনপুকুরকে ঝড়ো শুরু এনে দেন মইনুল ইসলাম। পরে রহিম আহমেদ ও শাহরিয়ার সাকিবের ব্যাট থেকেও আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। ৩৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় শাইনপুকুর। ৯ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন মাহমুদুল।
সংক্ষিপ্ত স্কোর : রূপগঞ্জ টাইগার্স ২৫০/৬ (মজিদ ১০২*, নাসির ২৩, আল আমিন ২২, মাহমুদুল ৫৬; শরিফুল ২/৩৪, আলি ২/৫৭)। শাইনপুকুর ক্লাব ৪৮.১ ওভারে ২২২ (মইনুল ৫০, রহিম ৫৩, সাকিব ৫০, সাব্বির ২১; মহিউদ্দিন ২/৩৬, আওলাদ ৩/৪৮, মাহমুদুল ৪/৩১)।
ম্যাচসেরা : আব্দুল মজিদ।