২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সর্বমোট ৩৫১টি পদকের জন্য অ্যাথলেটরা লড়াইয়ে নামবেন। যা ২০২৪ প্যারিস অলিম্পিকের তুলনায় ২২টি বেশি। লুসানে অনুষ্ঠিত আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এলএ২৮’র ইভেন্ট ও অ্যাথলেট কোটা চূড়ান্ত হয়েছে।
এক্ষেত্রে লিঙ্গ সমতার কথা মাথায় রেখে এই প্রথমবারের মতো প্রতিটি দলীয় ইভেন্টে পুরুষ দলের পাশাপাশি অন্তত সমসংখ্যক নারী দলের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া সাধারণত অলিম্পিকে সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশগ্রহণের একটি কোটা আছে। এলএ গেমসে সেই কোটা আরও ৬৯৮টি বাড়ানো হয়েছে। এলএ২৮ আয়োজক কমিটির প্রস্তাবিত পাঁচটি ইভেন্টের (বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ) জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে।
এলএ২৮’র চিফ অ্যাথলেট অফিসার জানেট ইভান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা আরও বেশি অ্যাথলেটের অংশগ্রহণর দরজা উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই এলএ২০ গেমসের মাধ্যমে তাদের অলিম্পিকের স্বপ্ন পূরণ হবে। অ্যাথলেটরাই সব গেমসের প্রাণ এবং সেটা সবসময়ই থাকবে।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সর্বমোট ৩৫১টি পদকের জন্য অ্যাথলেটরা লড়াইয়ে নামবেন। যা ২০২৪ প্যারিস অলিম্পিকের তুলনায় ২২টি বেশি। লুসানে অনুষ্ঠিত আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এলএ২৮’র ইভেন্ট ও অ্যাথলেট কোটা চূড়ান্ত হয়েছে।
এক্ষেত্রে লিঙ্গ সমতার কথা মাথায় রেখে এই প্রথমবারের মতো প্রতিটি দলীয় ইভেন্টে পুরুষ দলের পাশাপাশি অন্তত সমসংখ্যক নারী দলের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া সাধারণত অলিম্পিকে সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশগ্রহণের একটি কোটা আছে। এলএ গেমসে সেই কোটা আরও ৬৯৮টি বাড়ানো হয়েছে। এলএ২৮ আয়োজক কমিটির প্রস্তাবিত পাঁচটি ইভেন্টের (বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ) জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে।
এলএ২৮’র চিফ অ্যাথলেট অফিসার জানেট ইভান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা আরও বেশি অ্যাথলেটের অংশগ্রহণর দরজা উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই এলএ২০ গেমসের মাধ্যমে তাদের অলিম্পিকের স্বপ্ন পূরণ হবে। অ্যাথলেটরাই সব গেমসের প্রাণ এবং সেটা সবসময়ই থাকবে।