সাবেক এক বাংলাদেশি সেনা কর্মকর্তা ভারত নিয়ে মন্তব্য করার পর দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার( ২ মে ২০২৫) এনিয়ে উদ্বেগ নাকচ করে দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এদিন এক প্রতিবেদনে জানায়, আগস্টে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের করা সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এক ফেইসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ভারতীয় গণমাধ্যমের অনিশ্চয়তা প্রকাশের পর এনিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। কোনও ধরনের উদ্বেগের অবকাশ তিনি দেখছেন না। দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আগের মতোই শক্তিশালী বলে জানান তিনি। ফাহিম একটি জাতীয় ইংরেজি দৈনিককে বলেছেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি নিশ্চিত পরিকল্পনা অনুযায়ী সিরিজ হবে।’
বিসিসিআই অবশ্য এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। আগামী আগস্টে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী এই সিরিজ হবে। গত ১৫ এপ্রিল এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।
শুক্রবার, ০২ মে ২০২৫
সাবেক এক বাংলাদেশি সেনা কর্মকর্তা ভারত নিয়ে মন্তব্য করার পর দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার( ২ মে ২০২৫) এনিয়ে উদ্বেগ নাকচ করে দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এদিন এক প্রতিবেদনে জানায়, আগস্টে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের করা সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এক ফেইসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ভারতীয় গণমাধ্যমের অনিশ্চয়তা প্রকাশের পর এনিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। কোনও ধরনের উদ্বেগের অবকাশ তিনি দেখছেন না। দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আগের মতোই শক্তিশালী বলে জানান তিনি। ফাহিম একটি জাতীয় ইংরেজি দৈনিককে বলেছেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি নিশ্চিত পরিকল্পনা অনুযায়ী সিরিজ হবে।’
বিসিসিআই অবশ্য এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। আগামী আগস্টে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী এই সিরিজ হবে। গত ১৫ এপ্রিল এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।