মেসির হতাশা
প্রথমে বিদায় নিল ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব। পরে বিদায় লিওনেল মেসির ক্লাবের। বিশ্বের দুই প্রান্তে দুই ফুটবল তারকার ক্লাব গত বৃহস্পতিবার একই দিনে বিদায় নেয়। দুই ফুটবলারের ট্রফির আশা অধরাই থেকে গেল।
রোনালদোর আল নাসর বিদায় নিল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ থেকে। মেসির ইন্টার মায়ামি ছিটকে গেল চ্যাম্পিয়ন্স কাপ থেকে।
চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে নিজের দেশেই খেলতে নেমেছিল আল নাসর। তারা ২-৩ গোলে হেরেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে। ফলে এ বারও সৌদির ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লীগ দিতে পারলেন না রোনালদো ।
১০ মিনিটে তাতসুয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। সাদিয়ো মানে সমতা ফেরান। এর পরই রোনালদোর হেড পোস্টে লাগে। কাওয়াসাকি এগিয়ে যায় ইয়ুতো ওজেকির গোলে। ৭৬ মিনিটে আবার গোল করে কাওয়াসাকি। এবার গোল করেন আকিহিরো এনাগা। আল নাসরের আয়মান ইয়াহিয়া একটি গোল করে আশা দেখিয়েছিলেন। তবে সমতা ফেরানোর গোল খুঁজে পায়নি আল নাসর।
এ দিকে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ১-৩ গোলে হেরেছে মায়ামি। দু’মিনিটের ব্যবধানে গোল করে ব্রায়ান হোয়াইট এবং পেদ্রো ভিটে ভ্যাঙ্কুভারের জয় নিশ্চিত করেন। অন্য গোলটি সেবাস্তিয়ান বারহল্টারের। মায়ামির একমাত্র গোল জর্ডি আলবার।
প্রথম পর্বে এমনিতেই ০-২ পিছিয়ে ছিল মায়ামি। ফলে এই ম্যাচটি তাদের অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো। সেই তাগিদ কখনওই দেখা যায়নি মায়ামির খেলায়।
মেসির হতাশা
শুক্রবার, ০২ মে ২০২৫
প্রথমে বিদায় নিল ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব। পরে বিদায় লিওনেল মেসির ক্লাবের। বিশ্বের দুই প্রান্তে দুই ফুটবল তারকার ক্লাব গত বৃহস্পতিবার একই দিনে বিদায় নেয়। দুই ফুটবলারের ট্রফির আশা অধরাই থেকে গেল।
রোনালদোর আল নাসর বিদায় নিল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ থেকে। মেসির ইন্টার মায়ামি ছিটকে গেল চ্যাম্পিয়ন্স কাপ থেকে।
চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে নিজের দেশেই খেলতে নেমেছিল আল নাসর। তারা ২-৩ গোলে হেরেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে। ফলে এ বারও সৌদির ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লীগ দিতে পারলেন না রোনালদো ।
১০ মিনিটে তাতসুয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। সাদিয়ো মানে সমতা ফেরান। এর পরই রোনালদোর হেড পোস্টে লাগে। কাওয়াসাকি এগিয়ে যায় ইয়ুতো ওজেকির গোলে। ৭৬ মিনিটে আবার গোল করে কাওয়াসাকি। এবার গোল করেন আকিহিরো এনাগা। আল নাসরের আয়মান ইয়াহিয়া একটি গোল করে আশা দেখিয়েছিলেন। তবে সমতা ফেরানোর গোল খুঁজে পায়নি আল নাসর।
এ দিকে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ১-৩ গোলে হেরেছে মায়ামি। দু’মিনিটের ব্যবধানে গোল করে ব্রায়ান হোয়াইট এবং পেদ্রো ভিটে ভ্যাঙ্কুভারের জয় নিশ্চিত করেন। অন্য গোলটি সেবাস্তিয়ান বারহল্টারের। মায়ামির একমাত্র গোল জর্ডি আলবার।
প্রথম পর্বে এমনিতেই ০-২ পিছিয়ে ছিল মায়ামি। ফলে এই ম্যাচটি তাদের অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো। সেই তাগিদ কখনওই দেখা যায়নি মায়ামির খেলায়।