জাতীয় টি–টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে। এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে নেতৃত্ব দেন তিনি।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অফ স্পিনার মেহেদী হাসান। আজ বিকেলে মিরপুরে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন এ তথ্য জানান।
মেহেদীকে সহ–অধিনায়ক করার বিষয়ে নাজমূল বলেন, “শুধু এই দুটি সিরিজের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে চূড়ান্ত করা হবে।”
টি–টোয়েন্টি ফরম্যাটে প্রায় এক বছর পর মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল দলটি। তখনকার স্কোয়াডে থাকা আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল এবার নেই। তাঁদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
চোটের কারণে দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের। কিছুদিন আগে টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর নাম আলোচনায় এলেও ইনজুরি ও বিশ্রামের কারণে এবার বিবেচনায় আসেননি তিনি।
১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সফর করবে দল, যেখানে খেলা হবে ফয়সালাবাদ ও লাহোরে।
রোববার, ০৪ মে ২০২৫
জাতীয় টি–টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে। এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে নেতৃত্ব দেন তিনি।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অফ স্পিনার মেহেদী হাসান। আজ বিকেলে মিরপুরে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন এ তথ্য জানান।
মেহেদীকে সহ–অধিনায়ক করার বিষয়ে নাজমূল বলেন, “শুধু এই দুটি সিরিজের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে চূড়ান্ত করা হবে।”
টি–টোয়েন্টি ফরম্যাটে প্রায় এক বছর পর মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল দলটি। তখনকার স্কোয়াডে থাকা আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল এবার নেই। তাঁদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
চোটের কারণে দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের। কিছুদিন আগে টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর নাম আলোচনায় এলেও ইনজুরি ও বিশ্রামের কারণে এবার বিবেচনায় আসেননি তিনি।
১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সফর করবে দল, যেখানে খেলা হবে ফয়সালাবাদ ও লাহোরে।