এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। আগে টানা চারবার চ্যাম্পিয়ন হলেও এবার সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে লাল সবুজের দল। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করেছে। এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় ৪৩ বছর পর এই প্রথম এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপে খেলতে না পারা বাংলাদেশের হকির জন্য বিরাট ব্যর্থতাই। কেন দেশের হকিতে এত বড় বিপর্যয় তা খতিয়ে দেখছে ক্রীড়া পরিষদ (এনএসসি)। এজন্য তিন সদস্যের একটি কমিটি করেছে দেশের ক্রীড়াঙ্গণের অভিভাবক সংস্থাটি। তিন জনই এনএসসির কর্মকর্তা। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘হকির ব্যর্থতা খতিয়ে দেখবে কমিটি। তবে একে তদন্ত কমিটি বলা যাবে না। এনএসসি মনে করে, ফেডারেশনগুলো স্বাধীন। তারা তাদের সিদ্ধান্ত নেবে। তবে হকির এই ব্যর্থতা কেন, তা জানা দরকার। তাই এনএসসি সামনে কিছু করতে পারে কিনা, উপদেশ দেয়ার মতো কিছু আছে কিনা, সে সবই দেখে প্রতিবেদন দেবে কমিটি।’
রোববার, ০৪ মে ২০২৫
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। আগে টানা চারবার চ্যাম্পিয়ন হলেও এবার সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে লাল সবুজের দল। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করেছে। এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় ৪৩ বছর পর এই প্রথম এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপে খেলতে না পারা বাংলাদেশের হকির জন্য বিরাট ব্যর্থতাই। কেন দেশের হকিতে এত বড় বিপর্যয় তা খতিয়ে দেখছে ক্রীড়া পরিষদ (এনএসসি)। এজন্য তিন সদস্যের একটি কমিটি করেছে দেশের ক্রীড়াঙ্গণের অভিভাবক সংস্থাটি। তিন জনই এনএসসির কর্মকর্তা। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘হকির ব্যর্থতা খতিয়ে দেখবে কমিটি। তবে একে তদন্ত কমিটি বলা যাবে না। এনএসসি মনে করে, ফেডারেশনগুলো স্বাধীন। তারা তাদের সিদ্ধান্ত নেবে। তবে হকির এই ব্যর্থতা কেন, তা জানা দরকার। তাই এনএসসি সামনে কিছু করতে পারে কিনা, উপদেশ দেয়ার মতো কিছু আছে কিনা, সে সবই দেখে প্রতিবেদন দেবে কমিটি।’