রেফারির বডি ক্যামেরা
ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকছে বিশেষ ক্যামেরা। এই প্রতিযোগিতাতেই বদলাচ্ছে ফুটবলের একটি নিয়মও। আগামী ১৪ জুন শুরু ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল। সেই আসরে রেফারিদের সঙ্গে থাকবে ভিডিও ক্যামেরা বা ‘বডি ক্যাম’। একটি নিয়ম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গোলরক্ষকেরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার পাবে প্রতিপক্ষ দল। এখন গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল ফ্রি-কিক পায়।
সামনের ক্লাব বিশ্বকাপ হবে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মতো করে। ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পাবেন রেফারির চোখে। অর্থাৎ, একজন রেফারি মাঠে যে ভাবে খেলা বা ফুটবলারদের গতিবিধির ওপর নজর রাখেন, দর্শকেরাও সে ভাবে দেখতে পাবেন। ফিফার আশা, ‘বডি ক্যাম’-এর ব্যবহার ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলবে দর্শকদের কাছে। আগামী ১৪ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৩ জুলাই। আমেরিকার ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
আমেরিকায় হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করেছে ফিফা। তাদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। ৪১টি দেশের ম্যাচ অফিশিয়ালেরা ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘মূলত দর্শকদের কথা ভেবেই রেফারিদের ‘বডি ক্যাম’ দেয়া হবে। এর ফলে দর্শকেরা ফুটবল দেখার নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমন কিছু ছবি তারা দেখতে পাবেন, যা আগে কখনও তারা দেখেননি। একই সঙ্গে রেফারিদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সাহায্য করবে ‘বডি ক্যাম’-এর ছবি। তা ছাড়া রেফারিরা ম্যাচ পরিচালনার সময় কী দেখছেন, তা-ও অনেকটা বোঝা যাবে। এটাও গুরুত্বপূর্ণ।’
রেফারির বডি ক্যামেরা
রোববার, ০৪ মে ২০২৫
ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকছে বিশেষ ক্যামেরা। এই প্রতিযোগিতাতেই বদলাচ্ছে ফুটবলের একটি নিয়মও। আগামী ১৪ জুন শুরু ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল। সেই আসরে রেফারিদের সঙ্গে থাকবে ভিডিও ক্যামেরা বা ‘বডি ক্যাম’। একটি নিয়ম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গোলরক্ষকেরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার পাবে প্রতিপক্ষ দল। এখন গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল ফ্রি-কিক পায়।
সামনের ক্লাব বিশ্বকাপ হবে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মতো করে। ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পাবেন রেফারির চোখে। অর্থাৎ, একজন রেফারি মাঠে যে ভাবে খেলা বা ফুটবলারদের গতিবিধির ওপর নজর রাখেন, দর্শকেরাও সে ভাবে দেখতে পাবেন। ফিফার আশা, ‘বডি ক্যাম’-এর ব্যবহার ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলবে দর্শকদের কাছে। আগামী ১৪ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৩ জুলাই। আমেরিকার ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
আমেরিকায় হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করেছে ফিফা। তাদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। ৪১টি দেশের ম্যাচ অফিশিয়ালেরা ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘মূলত দর্শকদের কথা ভেবেই রেফারিদের ‘বডি ক্যাম’ দেয়া হবে। এর ফলে দর্শকেরা ফুটবল দেখার নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমন কিছু ছবি তারা দেখতে পাবেন, যা আগে কখনও তারা দেখেননি। একই সঙ্গে রেফারিদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সাহায্য করবে ‘বডি ক্যাম’-এর ছবি। তা ছাড়া রেফারিরা ম্যাচ পরিচালনার সময় কী দেখছেন, তা-ও অনেকটা বোঝা যাবে। এটাও গুরুত্বপূর্ণ।’