শরিফুলের উইকেট উদযাপন
দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় দিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। সোমবার,(৫ এপ্রিল ২০২৫) সিলেটে প্রথম ওয়ানডেতে স্বাগতিক দল ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ৫০ ওভারের ম্যাচে সফরকারী দলকে ১৪৭ অলআউট করে ১৩৬ বল হাতে রেখে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৪৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ৩০ রানের সূচনা পায় বাংলাদেশ। ১২ বলে ৬টি চারে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। ২ ওভার পর সাজঘরে ফিরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ৩টি চারে ১৮ রান করেন তিনি।
৫৩ রানে ২ ওপেনার ফেরার পর বাংলাদেশের জয়ের পথ সহজ করেন এনামুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনে ৫৫ রান যোগ করেন। ৫ চারে ৪৫ বলে ৩৮ রান করেন এনামুল। দলীয় ১০৮ রানে এনামুলের বিদায়ে চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান। অঙ্কন ৪২ ও নুরুল ২০ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন খালেদ।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্বাগতিক দুই পেসার শরিফুল ও খালেদের তোপের মুখে ১৩ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। আউট হওয়া চার ব্যাটারের কেউই রান করতে পারেনি।
দিনের তৃতীয় ওভারে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল। ৮ বল খেলে ১ রানও করতে পারেননি ওপেনার ডেল ফিলিপস। পরের ওভারের জোড়া উইকেট তুলে নেন খালেদ। ম্যাথু বয়লি এবং মুহাম্মদ আব্বাসকে শূন্য রানে ফেরান খালেদ। সপ্তম ওভারে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট শিকার করেন শরিফুল। অধিনায়ক নিক কেলিক ফিরেন শূন্য রানে। সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে লড়াই করে ৪২ রানে আউট হন নিউজিল্যান্ড ওপেনার রাইস মারিউ। তাকে শিকার করেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ৭টি চারে ৪২ রান করেন মারিউ।
এরপর তানভির ২টি, পেসার এবাদত হোসেন ও খালেদ ১টি উইকেট শিকার করলে ৮৫ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। একশর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া নিউজিল্যান্ডকে ১৪৭ রানের সম্মানজনক স্কোর এনে দেন আট নম্বরে নামা ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে বেন লিস্টারকে নিয়ে ৬২ রান যোগ করেন ফক্সক্রফট।
৬টি চার ও ৪টি ছক্কায় ৬৪ বলে ৭২ রান করা ফক্সক্রফটকে শিকার করে ৩৪.৩ ওভারেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানেন এবাদত।
খালেদ ২৭ রানে ও তানভির ৪৫ রানে ৩টি করে এবং শরিফুল-এবাদত ২টি করে উইকেট নেন।
একই মাঠে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ আগামী বুধবার।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ‘এ’ ৩৪.৩ ওভারে ১৪৭ (মারিয়ু ৪২, ফক্সক্রফট ৭২; শরিফুল ৭-০-২৭-২, খালেদ ৭-২-২৭-৩, ইবাদত ৭.৩-০-৩৫-২, তানভির ১০-২-৪৫-৩)।
বাংলাদেশ ‘এ’ ২৭.২ ওভারে ১৪৯/৩ (নাঈম ১৮, পারভেজ ২৪, এনামুল ৩৮, মাহিদুল ৪২*, নুরুল ২০*; ক্লার্ক ৫-০-৩০-২)
ম্যাচসেরা : সৈয়দ খালেদ আহমেদ।
শরিফুলের উইকেট উদযাপন
সোমবার, ০৫ মে ২০২৫
দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় দিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। সোমবার,(৫ এপ্রিল ২০২৫) সিলেটে প্রথম ওয়ানডেতে স্বাগতিক দল ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ৫০ ওভারের ম্যাচে সফরকারী দলকে ১৪৭ অলআউট করে ১৩৬ বল হাতে রেখে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৪৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ৩০ রানের সূচনা পায় বাংলাদেশ। ১২ বলে ৬টি চারে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। ২ ওভার পর সাজঘরে ফিরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ৩টি চারে ১৮ রান করেন তিনি।
৫৩ রানে ২ ওপেনার ফেরার পর বাংলাদেশের জয়ের পথ সহজ করেন এনামুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনে ৫৫ রান যোগ করেন। ৫ চারে ৪৫ বলে ৩৮ রান করেন এনামুল। দলীয় ১০৮ রানে এনামুলের বিদায়ে চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান। অঙ্কন ৪২ ও নুরুল ২০ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন খালেদ।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্বাগতিক দুই পেসার শরিফুল ও খালেদের তোপের মুখে ১৩ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। আউট হওয়া চার ব্যাটারের কেউই রান করতে পারেনি।
দিনের তৃতীয় ওভারে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল। ৮ বল খেলে ১ রানও করতে পারেননি ওপেনার ডেল ফিলিপস। পরের ওভারের জোড়া উইকেট তুলে নেন খালেদ। ম্যাথু বয়লি এবং মুহাম্মদ আব্বাসকে শূন্য রানে ফেরান খালেদ। সপ্তম ওভারে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট শিকার করেন শরিফুল। অধিনায়ক নিক কেলিক ফিরেন শূন্য রানে। সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে লড়াই করে ৪২ রানে আউট হন নিউজিল্যান্ড ওপেনার রাইস মারিউ। তাকে শিকার করেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ৭টি চারে ৪২ রান করেন মারিউ।
এরপর তানভির ২টি, পেসার এবাদত হোসেন ও খালেদ ১টি উইকেট শিকার করলে ৮৫ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। একশর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া নিউজিল্যান্ডকে ১৪৭ রানের সম্মানজনক স্কোর এনে দেন আট নম্বরে নামা ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে বেন লিস্টারকে নিয়ে ৬২ রান যোগ করেন ফক্সক্রফট।
৬টি চার ও ৪টি ছক্কায় ৬৪ বলে ৭২ রান করা ফক্সক্রফটকে শিকার করে ৩৪.৩ ওভারেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানেন এবাদত।
খালেদ ২৭ রানে ও তানভির ৪৫ রানে ৩টি করে এবং শরিফুল-এবাদত ২টি করে উইকেট নেন।
একই মাঠে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ আগামী বুধবার।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ‘এ’ ৩৪.৩ ওভারে ১৪৭ (মারিয়ু ৪২, ফক্সক্রফট ৭২; শরিফুল ৭-০-২৭-২, খালেদ ৭-২-২৭-৩, ইবাদত ৭.৩-০-৩৫-২, তানভির ১০-২-৪৫-৩)।
বাংলাদেশ ‘এ’ ২৭.২ ওভারে ১৪৯/৩ (নাঈম ১৮, পারভেজ ২৪, এনামুল ৩৮, মাহিদুল ৪২*, নুরুল ২০*; ক্লার্ক ৫-০-৩০-২)
ম্যাচসেরা : সৈয়দ খালেদ আহমেদ।