নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জয়ী ম্যাচে সেরা ফিল্ডারের স্বীকৃতি পান সোহান
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ী হওয়া ম্যাচে দারুণ ফিল্ডিংয়ের জন্য দলের কোচের থেকে পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক নূরুল হাসান সোহান। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার,(৬ মে ২০২৫) এই প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আশিক আমাদের দেশের খুবই (ভালো) একজন কোচ। সে ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তা-ভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট, বিস্কুট কিংবা টাকা দিয়ে। সেরা ফিল্ডারের স্বীকৃতি ছেলেদের মোটিভেট করে।’
কোচ বাবুল আরও জানান, ‘এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। একটা ছোট মেডেল যাই হোক না কেন, এটাও তো পুরস্কার। এই পুরস্কারটা নেয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। যার জন্য গতকাল সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউই ‘এ’ দল ১৪৭ রান তোলে। এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে জিতে স্বাগতিকরা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জয়ী ম্যাচে সেরা ফিল্ডারের স্বীকৃতি পান সোহান
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ী হওয়া ম্যাচে দারুণ ফিল্ডিংয়ের জন্য দলের কোচের থেকে পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক নূরুল হাসান সোহান। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার,(৬ মে ২০২৫) এই প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আশিক আমাদের দেশের খুবই (ভালো) একজন কোচ। সে ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তা-ভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট, বিস্কুট কিংবা টাকা দিয়ে। সেরা ফিল্ডারের স্বীকৃতি ছেলেদের মোটিভেট করে।’
কোচ বাবুল আরও জানান, ‘এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। একটা ছোট মেডেল যাই হোক না কেন, এটাও তো পুরস্কার। এই পুরস্কারটা নেয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। যার জন্য গতকাল সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউই ‘এ’ দল ১৪৭ রান তোলে। এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে জিতে স্বাগতিকরা।