খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-২০
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের ফাইল ছবি
আমিরাত ও পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি শুরুর দিন চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর সূচি। আগামী মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
লম্বা সময় পর শ্রীলঙ্কায় তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের ম্যাচগুলো হবে চার শহরের পাঁচ ভেন্যুতে।
এক বিবৃতিতে বাংলাদেশ দলের পাঁচ সপ্তাহের সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ আট বছর আগের সফরের মতো এবারও শুরুতে টেস্ট খেলবে দুই দল। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আগামী ৩ জুন শেষ হবে পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন শ্রীলঙ্কায় চলে যাবেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাসের দল। গল স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ।
একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ওয়ানডে। ৮ জুলাই শেষ ওয়ানডে খেলতে পাল্লেকেলে হবে দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ। একই মাঠে ১০ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলা স্টেডিয়াম দ্বিতীয় টি-২০ ১৩ জুলাই। প্রেমাদাসায় ১৬ জুলাই লম্বা সফরের শেষ ম্যাচটি খেলতে আবার কলম্বোয় ফিরবে দুই দল।
শ্রীলঙ্কা-বাংলাদেশ সূচি
১ম টেস্ট, ১৭-২১ জুন, গল
২য় টেস্ট,২৫-২৯ জুন, কলম্বো
১ম ওয়ানডে, ২ জুলাই, কলম্বো
২য় ওয়ানডে, ৫ জুলাই, কলম্বো
৩য় ওয়ানডে, ৮ জুলাই, পাল্লেকেলে
১ম টি-২০, ১০ জুলাই, পাল্লেকেলে
২য় টি-২০, ১৩ জুলাই, ডাম্বুলা
৩য় টি-২০, ১৬ জুলাই, কলম্বো
খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-২০
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের ফাইল ছবি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
আমিরাত ও পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি শুরুর দিন চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর সূচি। আগামী মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
লম্বা সময় পর শ্রীলঙ্কায় তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের ম্যাচগুলো হবে চার শহরের পাঁচ ভেন্যুতে।
এক বিবৃতিতে বাংলাদেশ দলের পাঁচ সপ্তাহের সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ আট বছর আগের সফরের মতো এবারও শুরুতে টেস্ট খেলবে দুই দল। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আগামী ৩ জুন শেষ হবে পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন শ্রীলঙ্কায় চলে যাবেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাসের দল। গল স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ।
একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ওয়ানডে। ৮ জুলাই শেষ ওয়ানডে খেলতে পাল্লেকেলে হবে দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ। একই মাঠে ১০ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলা স্টেডিয়াম দ্বিতীয় টি-২০ ১৩ জুলাই। প্রেমাদাসায় ১৬ জুলাই লম্বা সফরের শেষ ম্যাচটি খেলতে আবার কলম্বোয় ফিরবে দুই দল।
শ্রীলঙ্কা-বাংলাদেশ সূচি
১ম টেস্ট, ১৭-২১ জুন, গল
২য় টেস্ট,২৫-২৯ জুন, কলম্বো
১ম ওয়ানডে, ২ জুলাই, কলম্বো
২য় ওয়ানডে, ৫ জুলাই, কলম্বো
৩য় ওয়ানডে, ৮ জুলাই, পাল্লেকেলে
১ম টি-২০, ১০ জুলাই, পাল্লেকেলে
২য় টি-২০, ১৩ জুলাই, ডাম্বুলা
৩য় টি-২০, ১৬ জুলাই, কলম্বো