চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালের ফিরতি লেগে ১২০ মিনিটের লড়াইয়ে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাবটি এগিয়ে থাকে ৭-৬ গোলে।
মঙ্গলবার রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় ইন্টার। লাউতারো মার্তিনেস ও হাকান কালহানোগলুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে একে একে গোল করেন এরিক গার্সিয়া, দানি ওলমো ও রাফিনিয়া। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফ্রান্সেসকো আচের্বির গোলে সমতা ফেরায় ইন্টার।
অতিরিক্ত সময়ে দলকে জয়সূচক গোল এনে দেন বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসি। সুইস গোলরক্ষক ইয়ান সমের পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ১৪টি সেভ করেন, যিনি ফিরতি লেগের ম্যাচ সেরা নির্বাচিত হন।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। ২২টি শটের ১০টি ছিল লক্ষ্যে। ইন্টারের ১৩টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল।
আগামী ৩১ মে মিউনিখে শিরোপার লড়াইয়ে ইন্টার মিলান মুখোমুখি হবে পিএসজি বা আর্সেনালের।
এই হারে চলতি মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেল। যদিও তারা কোপা দেল রে জিতেছে এবং লা লিগায় এখনো শীর্ষে রয়েছে। শনিবার ‘এল ক্লাসিকো’তে তারা মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদের।
বুধবার, ০৭ মে ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালের ফিরতি লেগে ১২০ মিনিটের লড়াইয়ে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাবটি এগিয়ে থাকে ৭-৬ গোলে।
মঙ্গলবার রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় ইন্টার। লাউতারো মার্তিনেস ও হাকান কালহানোগলুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে একে একে গোল করেন এরিক গার্সিয়া, দানি ওলমো ও রাফিনিয়া। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফ্রান্সেসকো আচের্বির গোলে সমতা ফেরায় ইন্টার।
অতিরিক্ত সময়ে দলকে জয়সূচক গোল এনে দেন বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসি। সুইস গোলরক্ষক ইয়ান সমের পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ১৪টি সেভ করেন, যিনি ফিরতি লেগের ম্যাচ সেরা নির্বাচিত হন।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। ২২টি শটের ১০টি ছিল লক্ষ্যে। ইন্টারের ১৩টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল।
আগামী ৩১ মে মিউনিখে শিরোপার লড়াইয়ে ইন্টার মিলান মুখোমুখি হবে পিএসজি বা আর্সেনালের।
এই হারে চলতি মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেল। যদিও তারা কোপা দেল রে জিতেছে এবং লা লিগায় এখনো শীর্ষে রয়েছে। শনিবার ‘এল ক্লাসিকো’তে তারা মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদের।