দুই সেঞ্চুরিয়ান সোহান ও মাহিদুল
নিউজিল্যান্ড ‘এ’ দলকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। বুধবার, (৭ মে ২০২৫) সিলেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ ‘এ’ দল। কঠিন লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২৫৭ রানে থেমেছে। তাতে ৮৭ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ ।
সকালে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। দলের ১২ রানে প্রথম উইকেট হারানোর পর নাঈম শেখ ও এনামুল হক বিজয় প্রতিরোধ গড়েন। দারুণ খেলতে থাকা এনামুল ৩৯ করার পর ভুল বোঝাবুঝিতে রান আউট হন । এনামুল ফেরার কিছুক্ষণের মধ্যে বিদায় নেন নাঈমও (৪০)। ৯৭ রানে তিন উইকেট হারানোর পর সোহান ও মাহিদুল চতুর্থ উইকেটে ২২৫ রানের দুর্দান্ত জুটি গড়ের। ১০১ বলে ৭ চার ৭ ছক্কায় ১১২ রান করে ক্লার্কের শিকার হন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার সপ্তম সেঞ্চুরি। সোহানের বিদায়ের পর ৫০তম ওভারে আউট হন মাহিদুল। তার আগে অবশ্য লিষ্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন ১০৫ রানের ইনিংস। তাদের জোড়া সেঞ্চুরিতেই বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। কিউই বোলারদের মধ্যে ক্লার্ক দুইটি উইকেট নেন। একটি করে উইকেট নেন আশোক ও ফকস।
বাংলাদেশের দেয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তোলে ৫২ রান। হেফিকে (৮) ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক। দ্বিতীয় উইকেটে কার্টার ও ফিলিপস গড়েন ৪৭ রানের জুটি। ৫৪ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলা ফিলিপসকে সাজঘরে ফেরান শরিফুল। ৯৯ রানে দুই উইকেট হারানোর পরই মূলত খেই হারিয়ে ফেলে কিউইরা। ১৭ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। ক্লার্ক (৩৯*), মিচ হে (৩৮) ও ক্লার্কসন (৩৪) কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন। সবমিলিয়ে কিউইরা ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানে অলআউট হয়েছে।
মোসাদ্দেক ৫০ রানে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও তানভীর ইসলাম দুইটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন রেজাউর রাজা।
সিলেট স্টেডিয়ামের আউটার মাঠে আগামী শনিবার তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ‘এ’ ৩৪৪/৫ (নাঈম ৪০, এনামুল ৩৯, মাহিদুল ১০৫, সোহান ১১২, মোসাদ্দেক ১৩*; ফোকস ১/৭৪, ক্লার্ক ২/৭১,আশোক ১/৪৫)।
নিউজিল্যান্ড ‘এ’ ৪৩.১ ওভারে ২৫৭ (ফিলিপস ৭৯, ক্লার্কসন ৩৪, হে ৩৮, ক্লার্ক ৩৯*; শরিফুল ২/২৯, তানভির ২/৫৫, মোসাদ্দেক ৩/৫০, রাজা ১/৫৭, শামীম ২/৯)।
ম্যাচসেরা : নুরুল হাসান সোহান।
সেরা ফিল্ডার বিজয়
ফিল্ডারদের পুরস্কৃত করার একই নিয়ম এবার ফিরে এসেছে বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান ফিল্ডিং কোচের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচ শেষে ওই পুরস্কার উঠেছে এনামুল হক বিজয়ের হাতে।
এদিন ব্যাট হাতে ৩৯ রান করেন বাংলাদেশের এই টপঅর্ডার ব্যাটার। পরে ফিল্ডিংয়েও ছিলেন দারুণ সক্রিয়। একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। পরে পুরস্কারস্বরূপ ম্যাচ শেষে কোচের কাছ থেকে পেয়েছেন মেডেল। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।
দুই সেঞ্চুরিয়ান সোহান ও মাহিদুল
বুধবার, ০৭ মে ২০২৫
নিউজিল্যান্ড ‘এ’ দলকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। বুধবার, (৭ মে ২০২৫) সিলেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ ‘এ’ দল। কঠিন লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২৫৭ রানে থেমেছে। তাতে ৮৭ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ ।
সকালে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। দলের ১২ রানে প্রথম উইকেট হারানোর পর নাঈম শেখ ও এনামুল হক বিজয় প্রতিরোধ গড়েন। দারুণ খেলতে থাকা এনামুল ৩৯ করার পর ভুল বোঝাবুঝিতে রান আউট হন । এনামুল ফেরার কিছুক্ষণের মধ্যে বিদায় নেন নাঈমও (৪০)। ৯৭ রানে তিন উইকেট হারানোর পর সোহান ও মাহিদুল চতুর্থ উইকেটে ২২৫ রানের দুর্দান্ত জুটি গড়ের। ১০১ বলে ৭ চার ৭ ছক্কায় ১১২ রান করে ক্লার্কের শিকার হন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার সপ্তম সেঞ্চুরি। সোহানের বিদায়ের পর ৫০তম ওভারে আউট হন মাহিদুল। তার আগে অবশ্য লিষ্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন ১০৫ রানের ইনিংস। তাদের জোড়া সেঞ্চুরিতেই বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। কিউই বোলারদের মধ্যে ক্লার্ক দুইটি উইকেট নেন। একটি করে উইকেট নেন আশোক ও ফকস।
বাংলাদেশের দেয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তোলে ৫২ রান। হেফিকে (৮) ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক। দ্বিতীয় উইকেটে কার্টার ও ফিলিপস গড়েন ৪৭ রানের জুটি। ৫৪ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলা ফিলিপসকে সাজঘরে ফেরান শরিফুল। ৯৯ রানে দুই উইকেট হারানোর পরই মূলত খেই হারিয়ে ফেলে কিউইরা। ১৭ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। ক্লার্ক (৩৯*), মিচ হে (৩৮) ও ক্লার্কসন (৩৪) কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন। সবমিলিয়ে কিউইরা ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানে অলআউট হয়েছে।
মোসাদ্দেক ৫০ রানে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও তানভীর ইসলাম দুইটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন রেজাউর রাজা।
সিলেট স্টেডিয়ামের আউটার মাঠে আগামী শনিবার তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ‘এ’ ৩৪৪/৫ (নাঈম ৪০, এনামুল ৩৯, মাহিদুল ১০৫, সোহান ১১২, মোসাদ্দেক ১৩*; ফোকস ১/৭৪, ক্লার্ক ২/৭১,আশোক ১/৪৫)।
নিউজিল্যান্ড ‘এ’ ৪৩.১ ওভারে ২৫৭ (ফিলিপস ৭৯, ক্লার্কসন ৩৪, হে ৩৮, ক্লার্ক ৩৯*; শরিফুল ২/২৯, তানভির ২/৫৫, মোসাদ্দেক ৩/৫০, রাজা ১/৫৭, শামীম ২/৯)।
ম্যাচসেরা : নুরুল হাসান সোহান।
সেরা ফিল্ডার বিজয়
ফিল্ডারদের পুরস্কৃত করার একই নিয়ম এবার ফিরে এসেছে বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান ফিল্ডিং কোচের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচ শেষে ওই পুরস্কার উঠেছে এনামুল হক বিজয়ের হাতে।
এদিন ব্যাট হাতে ৩৯ রান করেন বাংলাদেশের এই টপঅর্ডার ব্যাটার। পরে ফিল্ডিংয়েও ছিলেন দারুণ সক্রিয়। একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। পরে পুরস্কারস্বরূপ ম্যাচ শেষে কোচের কাছ থেকে পেয়েছেন মেডেল। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।