ম্যাচ হেরে হতাশ ইয়ামাল
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইয়ামালকে দেখে মনে হচ্ছিল বিধ্বস্ত। হতাশায় নুয়ে পড়েছিলেন যেন। চোখের জল আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। তাকে সান্ত¡না দেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর অবশ্য ক্রমে নিজেকে সামলে নেন ইয়ামাল। পরে সামাজিক মাধ্যমে তুলে ধরেন স্বপ্নের পথে ছোটার প্রতিজ্ঞা। ‘এই ক্লাবের জায়গা প্রাপ্য শীর্ষে এবং সেখানে পৌঁছে না দিয়ে আমরা থামব না।
প্রতিশ্রুতি রক্ষা করবো আমি এবং এটা (চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি) নিয়ে আসবো বার্সেলোনায়, এটা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না।’
‘আজকে আমরা সবটুকু উজাড় করে দিয়েছি। এই বছর হলো না, তবে আমরা ফিরে আসব সেরা রূপ ধারণ করে, এটা নিয়ে কোনো সংশয় নেই।’ চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি ও ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বার্সেলোনার চোখ এখন লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দিকে।
সেই অভিযানে আগামী রোববার তাদের সামনে বড় প্রতিবন্ধকতা রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই লড়াইয়ে তাকিয়ে এখন ইয়ামাল।
‘রোববার আমাদের আরেকটি ফাইনাল। আমাদের একতাবদ্ধ থাকতে হবে।’
ম্যাচ হেরে হতাশ ইয়ামাল
বুধবার, ০৭ মে ২০২৫
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইয়ামালকে দেখে মনে হচ্ছিল বিধ্বস্ত। হতাশায় নুয়ে পড়েছিলেন যেন। চোখের জল আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। তাকে সান্ত¡না দেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর অবশ্য ক্রমে নিজেকে সামলে নেন ইয়ামাল। পরে সামাজিক মাধ্যমে তুলে ধরেন স্বপ্নের পথে ছোটার প্রতিজ্ঞা। ‘এই ক্লাবের জায়গা প্রাপ্য শীর্ষে এবং সেখানে পৌঁছে না দিয়ে আমরা থামব না।
প্রতিশ্রুতি রক্ষা করবো আমি এবং এটা (চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি) নিয়ে আসবো বার্সেলোনায়, এটা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না।’
‘আজকে আমরা সবটুকু উজাড় করে দিয়েছি। এই বছর হলো না, তবে আমরা ফিরে আসব সেরা রূপ ধারণ করে, এটা নিয়ে কোনো সংশয় নেই।’ চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি ও ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বার্সেলোনার চোখ এখন লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দিকে।
সেই অভিযানে আগামী রোববার তাদের সামনে বড় প্রতিবন্ধকতা রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই লড়াইয়ে তাকিয়ে এখন ইয়ামাল।
‘রোববার আমাদের আরেকটি ফাইনাল। আমাদের একতাবদ্ধ থাকতে হবে।’