দুই দশকের বেশী বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। সর্বশেষ সাফল্য ২০০২ বিশ্বকাপে। আর ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই থেকেই শোনা যাচ্ছে গুঞ্জন। তারপর তিন বছর কেটে গেলো। সোমবার সেই গুঞ্জন বাস্তবতায় রূপ পেলো।
ওইদিন ব্রাজিল ফুটবল কনফেডারেন তাদের দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার দেশটির কোচ হলেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে ইউরোপের ক্লাব ফুটবলে সফল এই কোচকে।
ক্লাব ফুটবলের সফল আনচেলত্তি এবার প্রথম কোনো জাতীয় দলকে কোচিং করাবেন। স্পেনে যেই ক্লাবের দায়িত্বে এখন আনচেলত্তি সেই রেয়াল মাদ্রিদ অবশ্য এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আর আনচেলত্তি এই বিষয়ে মঙ্গলবার বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে।
ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতনের সঙ্গে বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি।
কারন তার হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। ইউরোপের ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তির।
আন্তর্জাতিক সংবাদমাধযমের খবর আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) করে দেবে। আপাতত ১৪ মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। তার বাৎসরিক বেতন হবে প্রায় ১০২ কোটি টাকা।
এছাড়া আনচেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।
বেতন ও বোনাসের বাইরেও বেশ কিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোয়। সেখানে তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এই অ্যাপার্টমেন্টের পুরো টাকা পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আনচেলত্তি রিও ডি জেনিরোয় থাকলেও তার পরিবার থাকবে ইউরোপে। সেকারণে তাকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। পাশাপাশি থাকবে জীবন বিমার সুবিধাও।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন দক্ষিণ আমেরিকার দলটিকে।
গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানে হারার পর পুরোনো সেই গুঞ্জন আবারও ডালপালা মেলতে শুরু করে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।
আর আনচেলত্তির কোচিংয়ে এবার সাফল্য নেই ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের। এক মৌসুমে বার্সেলোনার বিপক্ষে হেরেছে চারটি ক্লাসিকোয়। গত রোববার একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও প্রথমার্ধেই ৪-২ গোলে পিছিয়ে পড়ে রেয়াল। শেষ পর্যন্ত হারে ৪-৩ গোলে। পর দিনই তাকে কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিল।
মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তি। তার অধীনে সব মিলিয়ে ১৫টি ট্রফি জিতেছে রেয়াল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জেতা প্রথম কোচ তিনি।
ব্রাজিল এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই। ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে মাত্র ৬টি জিতেছে পাঁচবার বিশ্বকাপজয়ী এই দল। তারা হেরেছে ৫ ম্যাচ আর ড্র করেছে তিনটি। তাদের পয়েন্ট ২১।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
দুই দশকের বেশী বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। সর্বশেষ সাফল্য ২০০২ বিশ্বকাপে। আর ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই থেকেই শোনা যাচ্ছে গুঞ্জন। তারপর তিন বছর কেটে গেলো। সোমবার সেই গুঞ্জন বাস্তবতায় রূপ পেলো।
ওইদিন ব্রাজিল ফুটবল কনফেডারেন তাদের দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার দেশটির কোচ হলেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে ইউরোপের ক্লাব ফুটবলে সফল এই কোচকে।
ক্লাব ফুটবলের সফল আনচেলত্তি এবার প্রথম কোনো জাতীয় দলকে কোচিং করাবেন। স্পেনে যেই ক্লাবের দায়িত্বে এখন আনচেলত্তি সেই রেয়াল মাদ্রিদ অবশ্য এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আর আনচেলত্তি এই বিষয়ে মঙ্গলবার বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে।
ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতনের সঙ্গে বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি।
কারন তার হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। ইউরোপের ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তির।
আন্তর্জাতিক সংবাদমাধযমের খবর আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) করে দেবে। আপাতত ১৪ মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। তার বাৎসরিক বেতন হবে প্রায় ১০২ কোটি টাকা।
এছাড়া আনচেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।
বেতন ও বোনাসের বাইরেও বেশ কিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোয়। সেখানে তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এই অ্যাপার্টমেন্টের পুরো টাকা পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আনচেলত্তি রিও ডি জেনিরোয় থাকলেও তার পরিবার থাকবে ইউরোপে। সেকারণে তাকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। পাশাপাশি থাকবে জীবন বিমার সুবিধাও।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন দক্ষিণ আমেরিকার দলটিকে।
গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানে হারার পর পুরোনো সেই গুঞ্জন আবারও ডালপালা মেলতে শুরু করে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।
আর আনচেলত্তির কোচিংয়ে এবার সাফল্য নেই ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের। এক মৌসুমে বার্সেলোনার বিপক্ষে হেরেছে চারটি ক্লাসিকোয়। গত রোববার একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও প্রথমার্ধেই ৪-২ গোলে পিছিয়ে পড়ে রেয়াল। শেষ পর্যন্ত হারে ৪-৩ গোলে। পর দিনই তাকে কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিল।
মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তি। তার অধীনে সব মিলিয়ে ১৫টি ট্রফি জিতেছে রেয়াল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জেতা প্রথম কোচ তিনি।
ব্রাজিল এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই। ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে মাত্র ৬টি জিতেছে পাঁচবার বিশ্বকাপজয়ী এই দল। তারা হেরেছে ৫ ম্যাচ আর ড্র করেছে তিনটি। তাদের পয়েন্ট ২১।