কার্লো আনচেলোত্তিই ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন। গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। দোরিভাল জুনিয়রের জায়গায় ব্রাজিলের কোচ হতে চলেছেন আনচেলোত্তি। ১৯২৫-এর পর এই প্রথম ব্রাজিলের কোচের পদে বসবেন কোনো বিদেশি।
গত বছরই আনচেলোত্তিকে কোচ করার চেষ্টা করেছিল ব্রাজিল। তবে রেয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকায় এবং ক্লাবের পারফরম্যান্স ভাল হওয়ায় আনচেলোত্তিকে ছাড়তে চায়নি রেয়াল মাদ্রিদ। তবে এই মৌসুমের চিত্র একেবারেই আলাদা। ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে হবে রেয়ালকে। গোটা মৌসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে। তার মধ্যে শেষটি হয়েছে রোববার, লা লিগায় ৩-৪ ব্যবধানে হেরে।
আগামী ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন আনচেলোত্তি। ঠিক তার আগের দিন লা লিগায় রেয়ালের শেষ ম্যাচ রয়েছে সোসিয়েদাদের বিপক্ষে। অনেকে মনে করেছিলেন, আগেই রেয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন আনচেলোত্তি। তবে রেয়াল কর্তারা মাঝপথে কোচকে ছাড়তে চাননি। তাই মৌসুম শেষ হওয়ার পরেই ব্রাজিলের দায়িত্ব নেবেন।
জুন মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
কার্লো আনচেলোত্তিই ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন। গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। দোরিভাল জুনিয়রের জায়গায় ব্রাজিলের কোচ হতে চলেছেন আনচেলোত্তি। ১৯২৫-এর পর এই প্রথম ব্রাজিলের কোচের পদে বসবেন কোনো বিদেশি।
গত বছরই আনচেলোত্তিকে কোচ করার চেষ্টা করেছিল ব্রাজিল। তবে রেয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকায় এবং ক্লাবের পারফরম্যান্স ভাল হওয়ায় আনচেলোত্তিকে ছাড়তে চায়নি রেয়াল মাদ্রিদ। তবে এই মৌসুমের চিত্র একেবারেই আলাদা। ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে হবে রেয়ালকে। গোটা মৌসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে। তার মধ্যে শেষটি হয়েছে রোববার, লা লিগায় ৩-৪ ব্যবধানে হেরে।
আগামী ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন আনচেলোত্তি। ঠিক তার আগের দিন লা লিগায় রেয়ালের শেষ ম্যাচ রয়েছে সোসিয়েদাদের বিপক্ষে। অনেকে মনে করেছিলেন, আগেই রেয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন আনচেলোত্তি। তবে রেয়াল কর্তারা মাঝপথে কোচকে ছাড়তে চাননি। তাই মৌসুম শেষ হওয়ার পরেই ব্রাজিলের দায়িত্ব নেবেন।
জুন মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের।