ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটের ৪৫ ওভারের ম্যাচে এক দল করে ৪২৬ রান। জবাবে প্রতিপক্ষ গুটিয়ে যায় স্রেফ ২ রানে! মিডলসেক্স কাউন্টি লীগের ওই লড়াইয়ে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারায় নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটসম্যানরা। ওভারপ্রতি সাড়ে ৯ করে রান তুলে দলটি। বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনের কেবল ড্যান সিমন্স একাই খেলেন ১৪০ রানের ইনিংস। পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জাক লেউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)। ইনিংসে নর্থ লন্ডন ১০টি ছক্কা মারে! রিচমন্ডের বোলিংয়ে ৯২ রান আসে অতিরিক্ত থেকে, যেখানে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল। চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় রিচমন্ড ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারেই শেষ হয়ে যায়। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।নর্থ লন্ডনের ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। দু’জনই বোলিং করেন। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে নর্থ লন্ডন। আর ৯ দলের টেবিলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড।
সোমবার, ২৬ মে ২০২৫
ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটের ৪৫ ওভারের ম্যাচে এক দল করে ৪২৬ রান। জবাবে প্রতিপক্ষ গুটিয়ে যায় স্রেফ ২ রানে! মিডলসেক্স কাউন্টি লীগের ওই লড়াইয়ে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারায় নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটসম্যানরা। ওভারপ্রতি সাড়ে ৯ করে রান তুলে দলটি। বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনের কেবল ড্যান সিমন্স একাই খেলেন ১৪০ রানের ইনিংস। পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জাক লেউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)। ইনিংসে নর্থ লন্ডন ১০টি ছক্কা মারে! রিচমন্ডের বোলিংয়ে ৯২ রান আসে অতিরিক্ত থেকে, যেখানে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল। চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় রিচমন্ড ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারেই শেষ হয়ে যায়। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।নর্থ লন্ডনের ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। দু’জনই বোলিং করেন। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে নর্থ লন্ডন। আর ৯ দলের টেবিলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড।