কামিন্সের উইকেট উদযাপন
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে পড়ল ১৪ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। ট্রেভিস হেড এবং উসমান খাজা লড়াই করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তেমন স্বস্তিতে নেই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রথম বার টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই দলের স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন দলে নেই। ফলে বদলে গিয়েছে ওপেনিং জুটিও। খাজার সঙ্গে এই ম্যাচে ওপেন করতে নামেন স্যাম কনস্টাস।
তরুণ ওপেনার ৩ রানের বেশি করতে পারেননি। রান পাননি ক্যামেরন গ্রিন (৩), জস ইংলিস (৫), বিউ ওয়েবস্টার (১১) এবং অ্যালেক্স ক্যারেও (৮)। খাজা (৪৭) এবং হেড (৫৯) মিলে ৮৯ রানের জুটি গড়েন। সেটাই দলকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। পরের দিকে নেমে প্যাট কামিন্স (১৮ বলে ২৮ রান) দ্রুত রান তুলে কিছুটা লড়াই করার জায়গা তৈরি করেন।
ক্যারিবিয়ান পেসার জেডন সিলস ৫ উইকেট নেন। তবে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন শামার জোসেফ। তিনি নেন ৪ উইকেট। তার দাপটেই ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। একটি উইকেট নিয়েছেন জাস্টিন গ্রিভস।
ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ক্রেগ ব্রেথওয়েট (৪), জন ক্যাম্পবেলরাও (৭) বেশি রান করতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান জোমেল ওয়ারিকান। কেসি কার্টি করেন ২০ রান। ক্রিজে রয়েছেন ব্র্যান্ডন কিং (২৩ রানে অপরাজিত) এবং রস্টন চেজ (১ রানে অপরাজিত)।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫৬.৫ ওভারে ১৮০ (কনস্টাস ৩, খাওয়াজা ৪৭, গ্রিন ৩, ইংলিস ৫, হেড ৫৯, ওয়েবস্টার ১১, কেয়ারি ৮, কামিন্স ২৮, স্টার্ক ০, লায়ন ৯*, হেইজেলউড ৪, সিলস ৫/৬০, শামার ৪/৪৬, গ্রেভস ১/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২০ ওভারে ৫৭/৪ (ব্র্যাথওয়েট ৪, ক্যাম্পবেল ৭, কার্টি ২০, কিং ২৩*, ওয়ারিক্যান ০, চেইস ১*; স্টার্ক ২/৩৫, হেইজেলউড ১/১৩, কামিন্স ১/৮)।
কামিন্সের উইকেট উদযাপন
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে পড়ল ১৪ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। ট্রেভিস হেড এবং উসমান খাজা লড়াই করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তেমন স্বস্তিতে নেই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রথম বার টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই দলের স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন দলে নেই। ফলে বদলে গিয়েছে ওপেনিং জুটিও। খাজার সঙ্গে এই ম্যাচে ওপেন করতে নামেন স্যাম কনস্টাস।
তরুণ ওপেনার ৩ রানের বেশি করতে পারেননি। রান পাননি ক্যামেরন গ্রিন (৩), জস ইংলিস (৫), বিউ ওয়েবস্টার (১১) এবং অ্যালেক্স ক্যারেও (৮)। খাজা (৪৭) এবং হেড (৫৯) মিলে ৮৯ রানের জুটি গড়েন। সেটাই দলকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। পরের দিকে নেমে প্যাট কামিন্স (১৮ বলে ২৮ রান) দ্রুত রান তুলে কিছুটা লড়াই করার জায়গা তৈরি করেন।
ক্যারিবিয়ান পেসার জেডন সিলস ৫ উইকেট নেন। তবে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন শামার জোসেফ। তিনি নেন ৪ উইকেট। তার দাপটেই ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। একটি উইকেট নিয়েছেন জাস্টিন গ্রিভস।
ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ক্রেগ ব্রেথওয়েট (৪), জন ক্যাম্পবেলরাও (৭) বেশি রান করতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান জোমেল ওয়ারিকান। কেসি কার্টি করেন ২০ রান। ক্রিজে রয়েছেন ব্র্যান্ডন কিং (২৩ রানে অপরাজিত) এবং রস্টন চেজ (১ রানে অপরাজিত)।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫৬.৫ ওভারে ১৮০ (কনস্টাস ৩, খাওয়াজা ৪৭, গ্রিন ৩, ইংলিস ৫, হেড ৫৯, ওয়েবস্টার ১১, কেয়ারি ৮, কামিন্স ২৮, স্টার্ক ০, লায়ন ৯*, হেইজেলউড ৪, সিলস ৫/৬০, শামার ৪/৪৬, গ্রেভস ১/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২০ ওভারে ৫৭/৪ (ব্র্যাথওয়েট ৪, ক্যাম্পবেল ৭, কার্টি ২০, কিং ২৩*, ওয়ারিক্যান ০, চেইস ১*; স্টার্ক ২/৩৫, হেইজেলউড ১/১৩, কামিন্স ১/৮)।