ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে বুধবার শুরু হতে যাওয়া ম্যাচেই ডাবল লিড নিতে চায় ইংলিশরা। অন্যদিকে, প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর ভারত। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময়)।
প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৩৭১ রানের টার্গেট ম্যাচের শেষ দিন স্পর্শ করে দুর্দান্ত জয় তুলে নেয় ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওভারপ্রতি ৪ দশমিক ৫৪ করে রান তুলেছেন ইংলিশরা। দলের হয়ে ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব বজায় রাখার কথা জানালেন ডাকেট। তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখব। ওভারপ্রতি ৪ বা সাড়ে ৪ করে রান তোলাই আমাদের মূল লক্ষ্য। যা আমরা প্রথম টেস্টে করেছি। যেকোনো টার্গেট স্পর্শ করার আত্মবিশ্বাস এই দলটির আছে।’
সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড মাঠে নামবে বলে জানান ডাকেট। বোলারদের আরও ভালো করতে হবে বলে মনে করেন তিনি, ‘আমাদের প্রধান লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। বোলারদের আরও উন্নতি করতে হবে। কারণ প্রথম টেস্টের দুই ইনিংসে সুবিধা করতে পারেনি বোলাররা। প্রতিপক্ষ দুই ইনিংস মিলিয়ে আটশর বেশি রান করেছে। আশা করছি, দ্বিতীয় টেস্টে বোলারদের সেরা ফর্মে দেখতে পাব।’
প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি হয়েছে ভারতের। দুই ইনিংসেই উইকেটরক্ষক ঋষভ পান্ত, এক ইনিংসে যশস্বী জয়সওয়াল-অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন। টেস্টে ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ব্যাটারদের পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলকে ম্যাচ হারতে হলো।
প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের পরও সিরিজে পিছিয়ে পড়ায় হতাশ ভারত। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে একাদশে রেখেছিল ভারত। দ্বিতীয় টেস্টের দুই স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা ভারতের।
এখন পর্যন্ত টেস্টে ১৩৭বার মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ৫২ ম্যাচে এবং ভারত জিতেছে ৩৫ টেস্ট। ৫০ টেস্ট ড্র হয়।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে বুধবার শুরু হতে যাওয়া ম্যাচেই ডাবল লিড নিতে চায় ইংলিশরা। অন্যদিকে, প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর ভারত। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময়)।
প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৩৭১ রানের টার্গেট ম্যাচের শেষ দিন স্পর্শ করে দুর্দান্ত জয় তুলে নেয় ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওভারপ্রতি ৪ দশমিক ৫৪ করে রান তুলেছেন ইংলিশরা। দলের হয়ে ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব বজায় রাখার কথা জানালেন ডাকেট। তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখব। ওভারপ্রতি ৪ বা সাড়ে ৪ করে রান তোলাই আমাদের মূল লক্ষ্য। যা আমরা প্রথম টেস্টে করেছি। যেকোনো টার্গেট স্পর্শ করার আত্মবিশ্বাস এই দলটির আছে।’
সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড মাঠে নামবে বলে জানান ডাকেট। বোলারদের আরও ভালো করতে হবে বলে মনে করেন তিনি, ‘আমাদের প্রধান লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। বোলারদের আরও উন্নতি করতে হবে। কারণ প্রথম টেস্টের দুই ইনিংসে সুবিধা করতে পারেনি বোলাররা। প্রতিপক্ষ দুই ইনিংস মিলিয়ে আটশর বেশি রান করেছে। আশা করছি, দ্বিতীয় টেস্টে বোলারদের সেরা ফর্মে দেখতে পাব।’
প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি হয়েছে ভারতের। দুই ইনিংসেই উইকেটরক্ষক ঋষভ পান্ত, এক ইনিংসে যশস্বী জয়সওয়াল-অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন। টেস্টে ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ব্যাটারদের পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলকে ম্যাচ হারতে হলো।
প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের পরও সিরিজে পিছিয়ে পড়ায় হতাশ ভারত। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে একাদশে রেখেছিল ভারত। দ্বিতীয় টেস্টের দুই স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা ভারতের।
এখন পর্যন্ত টেস্টে ১৩৭বার মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ৫২ ম্যাচে এবং ভারত জিতেছে ৩৫ টেস্ট। ৫০ টেস্ট ড্র হয়।