ক্লাব বিশ্বকাপ
ম্যানসিটিকে হারিয়ে আল হিলাল ক্লাবের বাঁধভাঙা উল্লাস
ক্লাব বিশ্বকাপে জোড়া অঘটন। গতকাল সোমবার ইতালির ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পালমেইরাসের পর ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) অপর ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিকে। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও ফ্লুমিনেন্স।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টারের বিপক্ষে খেলা শুরুর ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ফ্লুমিনেন্স। গোল করেন জার্মান কানো। ইন্টার তাদের প্রথম দলই নামিয়েছিল। লাউতারো মার্তিনেস, থুরামের মতো ফুটবলারেরাও সমতা ফেরাতে পারেননি। খেলা যত গড়াচ্ছিল তত চাপ বাড়ছিল ইতালির ক্লাবের উপর। কোনও রকমে একটা গোল করার চেষ্টা করছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফ্লুনিনেন্সের হারকিউলিসের গোল ইন্টারের সব আশায় জল ঢেলে দেয়। ২-০ জিতে মাঠ ছাড়ে ফ্লুমিনেন্স।
ব্রাজিলের ক্লাবের অধিনায়ক ৪০ বছর বয়সি থিয়াগো সিলভা। এক সময়ে চেলসি, পিএসজির মতো ক্লাবে খেলেছেন । ব্রাজিল দলেরও অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বাধীন রক্ষণকে ভাঙতে পারেননি ইন্টারের ফুটবলাররা।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অপর ম্যাচে ফয়সালা হয় অতিরিক্ত সময়ে। এই প্রথম বার ম্যানচেস্টার সিটি ও আল হিলাল একে অপরের বিপক্ষে খেলে।
৯ মিনিটে বার্নার্দো সিলভা এগিয়ে দেন পেপ গার্দিওলার সিটিকে। প্রথমার্ধে আর গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে যে এত নাটক রয়েছে তা তখন বোঝা যায়নি।
খেলা শুরুর এক মিনিটে গোল করে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ৫২ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন ম্যালকম। তিন মিনিট পর সিটির হয়ে সমতা ফেরান আর্লিং হালান্ড। ন’মিনিটের মধ্যে তিন গোলে খেলার ছবি বদলে যায়। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটের মাথায় কালিদু কৌলিবালির গোলে এগোয় সৌদি প্রো লীগের সবচেয়ে সফল দল। ১০৪ মিনিটে ফিল ফডেনের গোলে সমতা ফেরায় সিটি। মনে হচ্ছিল, টাইব্রেকারেই খেলার ফয়সালা হবে। কিন্তু ১১২ মিনিটের মাথায় সিটির রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন লিওনার্দো। আর ফিরতে পারেনি ম্যান সিটি। ৩-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
এই দুই ম্যাচের পর ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছ’টি দল ঠিক হয়ে গিয়েছে। সেখানে ব্রাজিলের পালমেইরাস ও ফ্লুমিনেন্স, ফ্রান্সের পিএসজি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের চেলসি ও সৌদি আরবের আল হিলাল জায়গা করে নিয়েছে। এখন দেখার, বাকি দুই দল হিসেবে কারা শেষ আটে ওঠে।
ক্লাব বিশ্বকাপ
ম্যানসিটিকে হারিয়ে আল হিলাল ক্লাবের বাঁধভাঙা উল্লাস
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
ক্লাব বিশ্বকাপে জোড়া অঘটন। গতকাল সোমবার ইতালির ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পালমেইরাসের পর ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। মঙ্গলবার,(১লা জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) অপর ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিকে। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও ফ্লুমিনেন্স।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টারের বিপক্ষে খেলা শুরুর ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ফ্লুমিনেন্স। গোল করেন জার্মান কানো। ইন্টার তাদের প্রথম দলই নামিয়েছিল। লাউতারো মার্তিনেস, থুরামের মতো ফুটবলারেরাও সমতা ফেরাতে পারেননি। খেলা যত গড়াচ্ছিল তত চাপ বাড়ছিল ইতালির ক্লাবের উপর। কোনও রকমে একটা গোল করার চেষ্টা করছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফ্লুনিনেন্সের হারকিউলিসের গোল ইন্টারের সব আশায় জল ঢেলে দেয়। ২-০ জিতে মাঠ ছাড়ে ফ্লুমিনেন্স।
ব্রাজিলের ক্লাবের অধিনায়ক ৪০ বছর বয়সি থিয়াগো সিলভা। এক সময়ে চেলসি, পিএসজির মতো ক্লাবে খেলেছেন । ব্রাজিল দলেরও অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বাধীন রক্ষণকে ভাঙতে পারেননি ইন্টারের ফুটবলাররা।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অপর ম্যাচে ফয়সালা হয় অতিরিক্ত সময়ে। এই প্রথম বার ম্যানচেস্টার সিটি ও আল হিলাল একে অপরের বিপক্ষে খেলে।
৯ মিনিটে বার্নার্দো সিলভা এগিয়ে দেন পেপ গার্দিওলার সিটিকে। প্রথমার্ধে আর গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে যে এত নাটক রয়েছে তা তখন বোঝা যায়নি।
খেলা শুরুর এক মিনিটে গোল করে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ৫২ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন ম্যালকম। তিন মিনিট পর সিটির হয়ে সমতা ফেরান আর্লিং হালান্ড। ন’মিনিটের মধ্যে তিন গোলে খেলার ছবি বদলে যায়। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটের মাথায় কালিদু কৌলিবালির গোলে এগোয় সৌদি প্রো লীগের সবচেয়ে সফল দল। ১০৪ মিনিটে ফিল ফডেনের গোলে সমতা ফেরায় সিটি। মনে হচ্ছিল, টাইব্রেকারেই খেলার ফয়সালা হবে। কিন্তু ১১২ মিনিটের মাথায় সিটির রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন লিওনার্দো। আর ফিরতে পারেনি ম্যান সিটি। ৩-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
এই দুই ম্যাচের পর ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছ’টি দল ঠিক হয়ে গিয়েছে। সেখানে ব্রাজিলের পালমেইরাস ও ফ্লুমিনেন্স, ফ্রান্সের পিএসজি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের চেলসি ও সৌদি আরবের আল হিলাল জায়গা করে নিয়েছে। এখন দেখার, বাকি দুই দল হিসেবে কারা শেষ আটে ওঠে।