ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সূচি দুই মাস আগে চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ি দলটির ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা । ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সচি অনুযায়ী, শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে। টি-টোয়েন্টির পর ৩১ আগস্ট শেষ হওয়ার কথা সিরিজ। ১ সেপ্টেম্বর ভারতীয় দলের ঢাকা ত্যাগ করার কথা আছে।
তবে ভারতীয় দলের বাংলাদেশ সফর আচমকাই অনিশ্চিত। গতকাল সোমবার রাতে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাতেও ইঙ্গিত মিললো সেই অনিশ্চয়তার, তিনি বলেন, ‘এটা (আগস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের (ভারত) জাতীয় দল ছাড়া অন্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।’
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। এই কারণে কী ভারত আগস্টে আসতে চাইছে না, প্রশ্ন করা হলে এমন সম্ভাবনা উড়িয়ে দেননি আমিনুল, ‘আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (আগস্টে) আসতে না পারে, কোনো কারণে... আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি।’ ভারতীয় গণমাধ্যমের খবর নিরাপত্তার বিষয়টিই বেশি ভাবছে বিসিসিআই। এজন্য সরকারের সবুজ সংকেত ছাড়া তারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সূচি দুই মাস আগে চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ি দলটির ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা । ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সচি অনুযায়ী, শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে। টি-টোয়েন্টির পর ৩১ আগস্ট শেষ হওয়ার কথা সিরিজ। ১ সেপ্টেম্বর ভারতীয় দলের ঢাকা ত্যাগ করার কথা আছে।
তবে ভারতীয় দলের বাংলাদেশ সফর আচমকাই অনিশ্চিত। গতকাল সোমবার রাতে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাতেও ইঙ্গিত মিললো সেই অনিশ্চয়তার, তিনি বলেন, ‘এটা (আগস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের (ভারত) জাতীয় দল ছাড়া অন্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।’
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। এই কারণে কী ভারত আগস্টে আসতে চাইছে না, প্রশ্ন করা হলে এমন সম্ভাবনা উড়িয়ে দেননি আমিনুল, ‘আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (আগস্টে) আসতে না পারে, কোনো কারণে... আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি।’ ভারতীয় গণমাধ্যমের খবর নিরাপত্তার বিষয়টিই বেশি ভাবছে বিসিসিআই। এজন্য সরকারের সবুজ সংকেত ছাড়া তারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না।