ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার শেষ দল হিসেবে ফ্লুমিনেন্সের বিদায়
গোল করে প্রতিপক্ষ সমর্থকদের প্রতি হাতজোড় করছেন পেড্রো
নতুন চুক্তিভুক্ত হুয়াও পেড্রোর জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্সকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেড্রো এই প্রথমবারের মতো চেলসির মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন। মেটলাইফ স্টেডিয়ামে ১৮ মিনিটে প্রথম গোল দিয়ে চেলসিকে এগিয়ে দেন পেড্রো। এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
গত সপ্তাহে ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় ব্লুজরা। মৌসুম শেষে ছুটি সংক্ষিপ্ত করে তিনি তড়িঘড়ি করে চেলসিতে যোগ দেন। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে বদলি বেঞ্চ থেকে চেলসির জার্সিতে তার অভিষেক হয়। গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞায় থাকা লিয়াম ডিলাপের স্থানে প্রথম একাদশে পেড্রো মাঠে নামেন।
ফ্লামিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন পেড্রো। যে কারণে সাবেক ক্লাবের বিপক্ষে কোনো গোলই তিনি উদ্যাপন করেননি। ২০২০ সালে ওয়াটফোর্ডের হয়ে ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ফ্লামিনেন্সের হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন।
এর মাধ্যমে ২০২৩ কোপা লিবারতেডর্স জয়ী ফ্লামিনেন্সের ক্লাব বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শেষ হলো। গ্রুপ পর্বে ফ্লামিনেন্স বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
এরপর শেষ ষোলতে ইন্টার মিলানকে বিদায় করার পর কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করা আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
প্রথমবারের মতো ৩২ দলের ক্লাব বিশ্বকাপ থেকে দক্ষিণ আমেরিকান শেষ দল হিসেবে ফ্লামিনেন্সের বিদায় ঘটলো। চেলসি পরপর দুই ম্যাচে ব্রাজিলিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকেট পেল।
এ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি গিয়েছে ইউরোপীয়ান কোনো সুপারপাওয়রের ঘরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফাইনালে বিজয়ী যেই দলই হোক না কেন তারা শেষ পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগের বিজয়ী কোনো দলের থেকেই হতে যাচ্ছে। আরেক সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার শেষ দল হিসেবে ফ্লুমিনেন্সের বিদায়
গোল করে প্রতিপক্ষ সমর্থকদের প্রতি হাতজোড় করছেন পেড্রো
বুধবার, ০৯ জুলাই ২০২৫
নতুন চুক্তিভুক্ত হুয়াও পেড্রোর জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্সকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেড্রো এই প্রথমবারের মতো চেলসির মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন। মেটলাইফ স্টেডিয়ামে ১৮ মিনিটে প্রথম গোল দিয়ে চেলসিকে এগিয়ে দেন পেড্রো। এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
গত সপ্তাহে ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় ব্লুজরা। মৌসুম শেষে ছুটি সংক্ষিপ্ত করে তিনি তড়িঘড়ি করে চেলসিতে যোগ দেন। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে বদলি বেঞ্চ থেকে চেলসির জার্সিতে তার অভিষেক হয়। গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞায় থাকা লিয়াম ডিলাপের স্থানে প্রথম একাদশে পেড্রো মাঠে নামেন।
ফ্লামিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন পেড্রো। যে কারণে সাবেক ক্লাবের বিপক্ষে কোনো গোলই তিনি উদ্যাপন করেননি। ২০২০ সালে ওয়াটফোর্ডের হয়ে ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ফ্লামিনেন্সের হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন।
এর মাধ্যমে ২০২৩ কোপা লিবারতেডর্স জয়ী ফ্লামিনেন্সের ক্লাব বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শেষ হলো। গ্রুপ পর্বে ফ্লামিনেন্স বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
এরপর শেষ ষোলতে ইন্টার মিলানকে বিদায় করার পর কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করা আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
প্রথমবারের মতো ৩২ দলের ক্লাব বিশ্বকাপ থেকে দক্ষিণ আমেরিকান শেষ দল হিসেবে ফ্লামিনেন্সের বিদায় ঘটলো। চেলসি পরপর দুই ম্যাচে ব্রাজিলিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকেট পেল।
এ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি গিয়েছে ইউরোপীয়ান কোনো সুপারপাওয়রের ঘরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফাইনালে বিজয়ী যেই দলই হোক না কেন তারা শেষ পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগের বিজয়ী কোনো দলের থেকেই হতে যাচ্ছে। আরেক সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।