সাফ অ-২০ নারী ফুটবল
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম লীগের শেষ ম্যাচে আজ মাঠে নামবেন আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষ ভুটান। কিংস অ্যারেনায় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা সাতটায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
মেয়েদের ফুটবলে দক্ষিণ এশিয়ায় ভুটান শক্ত প্রতিপক্ষ নয় বাংলাদেশের জন্য। যা আগে সাফ চ্যাম্পিয়নশিপেই প্রমাণ হয়েছে। ২০২২ সালের সাফে পাহাড়বেষ্টিত এই দেশের মেয়েদের ৮-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ৪-২ গোলে। বয়সভিত্তিক আসরেও এই দলটি হুমকি হতে পারেনি লাল সবুজের মেয়েদের কাছে। ২০২৩ সালের এই আসরে গ্রুপ পর্বে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন আকলিমা-শামসুন্নাহাররা। আশার কথা হচ্ছে, এই টুর্নামেন্টেও খেলছেন শামসুন্নাহার। পাচ্ছেন গোলও। চলমান সিরিজে জয়ের ধারা অব্যাহত রয়েছে আফঈদা খন্দকারদের। শ্রীলংকার পর নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক।
আফঈদার কথা, ‘নেপালের বিপক্ষে আমরা শেষ মুহুর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আজ (সোমবার) আমরা সবাই সুইমিং করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন কোচ পিটার বাটলার। উনার পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা।’ দলের ম্যানেজার মাহমুদা অনন্যার কথা, ‘দলের সবাই সুস্থ্য’ রয়েছে। কিছু ইনজুরি থাকলেও তা অতটা গুরুতর নয়। ফিজিও কাজ করছেন। এটা কোনো সমস্যা নয়। আশাকরি তারা ভুটানের বিপক্ষে খেলার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে।’
সাফ অ-২০ নারী ফুটবল
সোমবার, ১৪ জুলাই ২০২৫
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম লীগের শেষ ম্যাচে আজ মাঠে নামবেন আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষ ভুটান। কিংস অ্যারেনায় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা সাতটায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
মেয়েদের ফুটবলে দক্ষিণ এশিয়ায় ভুটান শক্ত প্রতিপক্ষ নয় বাংলাদেশের জন্য। যা আগে সাফ চ্যাম্পিয়নশিপেই প্রমাণ হয়েছে। ২০২২ সালের সাফে পাহাড়বেষ্টিত এই দেশের মেয়েদের ৮-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ৪-২ গোলে। বয়সভিত্তিক আসরেও এই দলটি হুমকি হতে পারেনি লাল সবুজের মেয়েদের কাছে। ২০২৩ সালের এই আসরে গ্রুপ পর্বে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন আকলিমা-শামসুন্নাহাররা। আশার কথা হচ্ছে, এই টুর্নামেন্টেও খেলছেন শামসুন্নাহার। পাচ্ছেন গোলও। চলমান সিরিজে জয়ের ধারা অব্যাহত রয়েছে আফঈদা খন্দকারদের। শ্রীলংকার পর নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক।
আফঈদার কথা, ‘নেপালের বিপক্ষে আমরা শেষ মুহুর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আজ (সোমবার) আমরা সবাই সুইমিং করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন কোচ পিটার বাটলার। উনার পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা।’ দলের ম্যানেজার মাহমুদা অনন্যার কথা, ‘দলের সবাই সুস্থ্য’ রয়েছে। কিছু ইনজুরি থাকলেও তা অতটা গুরুতর নয়। ফিজিও কাজ করছেন। এটা কোনো সমস্যা নয়। আশাকরি তারা ভুটানের বিপক্ষে খেলার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে।’