জাতীয় ব্যাডমিন্টন উদ্বোধন অনুষ্ঠানে বিসিবি সভাপতি বুলবুল
‘ছোট বেলায় স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র্যাকেট হাতে নিয়েছিলাম। ভালো লাগল’, সোমবার,(১৪ জুলাই ২০২৫) শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইল, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন।
এক বছর পর শুরু হওয়া ছয় দিনব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোনো শাটলার খেলতে পারবেন না।
ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালো লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’
জাতীয় ব্যাডমিন্টন উদ্বোধন অনুষ্ঠানে বিসিবি সভাপতি বুলবুল
সোমবার, ১৪ জুলাই ২০২৫
‘ছোট বেলায় স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র্যাকেট হাতে নিয়েছিলাম। ভালো লাগল’, সোমবার,(১৪ জুলাই ২০২৫) শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইল, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন।
এক বছর পর শুরু হওয়া ছয় দিনব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোনো শাটলার খেলতে পারবেন না।
ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালো লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’