জাতীয় দলে না থাকলেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে নিয়মিত খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
তবে পারফরমেন্স মোটামুটি।
সোমবার,(১৪ জুলাই ২০২৫) ভোরে ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে সাকিব নিজের বর্তমান অবস্থান নিয়ে কথা বলেন।
এই বয়সেও দারুণ পারফর্ম করার পেছনের রহস্য কী জানতে চাইলে সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনও খেলাটাকে ভালোবাসি, ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।’
এরপরই জানিয়েছেন, যতদিন উপভোগ করবেন, ঠিক ততদিনই খেলা চালিয়ে যাওয়ার কথা, ‘আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি, আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন উপভোগ করবো, ততদিনই আমি খেলে যাবো।’
দুবাই ক্যাপিটালন তিন ম্যাচের দুটিতে হেরেছে। প্রথম ম্যাচটি জিতেছে। দলের বর্তমান অবস্থা নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। দ্বিতীয় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।’
সাকিব আরও যোগ করে বলেছেন, ‘গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোনও সময় করতে পারি। একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দল ভালো শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভালো শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে ভালো সংগ্রহ পাই।’
সোমবার, ১৪ জুলাই ২০২৫
জাতীয় দলে না থাকলেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে নিয়মিত খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
তবে পারফরমেন্স মোটামুটি।
সোমবার,(১৪ জুলাই ২০২৫) ভোরে ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে সাকিব নিজের বর্তমান অবস্থান নিয়ে কথা বলেন।
এই বয়সেও দারুণ পারফর্ম করার পেছনের রহস্য কী জানতে চাইলে সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনও খেলাটাকে ভালোবাসি, ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।’
এরপরই জানিয়েছেন, যতদিন উপভোগ করবেন, ঠিক ততদিনই খেলা চালিয়ে যাওয়ার কথা, ‘আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি, আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন উপভোগ করবো, ততদিনই আমি খেলে যাবো।’
দুবাই ক্যাপিটালন তিন ম্যাচের দুটিতে হেরেছে। প্রথম ম্যাচটি জিতেছে। দলের বর্তমান অবস্থা নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। দ্বিতীয় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।’
সাকিব আরও যোগ করে বলেছেন, ‘গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোনও সময় করতে পারি। একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দল ভালো শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভালো শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে ভালো সংগ্রহ পাই।’