ভবিষ্যতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগকে ছাড়িয়ে যাবে নতুন আঙ্গিকের এই ক্লাব বিশ্বকাপ। চ্যাম্পিয়ন চেলসির ডিফেন্ডার লেভি কলউইল এমন কথা বলেছেন। মাস ব্যাপী ৩২ দলের এই টুর্নামেন্টে বেশ কিছু চমক জাগানো পারফরম্যান্স দেখা গেছে।
তবে সবচেয়ে বড় বিস্ময় হয়তো জমা ছিল শেষের জন্য। যে দলকে নিয়ে প্রত্যাশা খুব একটা ছিল না, সেই চেলসিই ফাইনালে ফেবারিট পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে। নিউ জার্সির ফাইনালে ৮২ হাজার দর্শকের উপস্থিতিতে শিরোপা লড়াইয়ে বাজিমাত করার পর কলউইলের ধারণা পাল্টে গেছে। তার দৃঢ় বিশ্বাস জন্মেছে, অদূর ভবিষ্যতে এই টুর্নামেন্ট জনপ্রিয়তার শীর্ষে উঠবে।
‘ক্যারিয়ারে এখন পর্যন্ত আমার জেতা এটাই সবচেয়ে বড় ট্রফি। আমার মনে হয়, ক্লাব বিশ্বকাপ সামনে চ্যাম্পিয়ন্স লীগের চেয়ে বড় হয়ে উঠবে এবং আমরা প্রথম দল হিসেবে এটা জিতলাম।’
অধিকাংশের ধারণাকে মিথ্যা প্রমাণ করে বিশ্ব সেরার মুকুট পরতে পেরে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কলউইল ও তার সতীর্থরা। আগামী মৌসুমে আরও সাফল্যের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই ইংলিশ ডিফেন্ডার।
‘টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম যে, আমাদের পরিকল্পনা ক্লাব বিশ্বকাপ জেতা এবং তখন মানুষ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি হয়তো পাগল। তাই এখন আমি আবারও একইরকম কথা বলব-আমরা (আগামী মৌসুমে) প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতব।’
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ভবিষ্যতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগকে ছাড়িয়ে যাবে নতুন আঙ্গিকের এই ক্লাব বিশ্বকাপ। চ্যাম্পিয়ন চেলসির ডিফেন্ডার লেভি কলউইল এমন কথা বলেছেন। মাস ব্যাপী ৩২ দলের এই টুর্নামেন্টে বেশ কিছু চমক জাগানো পারফরম্যান্স দেখা গেছে।
তবে সবচেয়ে বড় বিস্ময় হয়তো জমা ছিল শেষের জন্য। যে দলকে নিয়ে প্রত্যাশা খুব একটা ছিল না, সেই চেলসিই ফাইনালে ফেবারিট পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে। নিউ জার্সির ফাইনালে ৮২ হাজার দর্শকের উপস্থিতিতে শিরোপা লড়াইয়ে বাজিমাত করার পর কলউইলের ধারণা পাল্টে গেছে। তার দৃঢ় বিশ্বাস জন্মেছে, অদূর ভবিষ্যতে এই টুর্নামেন্ট জনপ্রিয়তার শীর্ষে উঠবে।
‘ক্যারিয়ারে এখন পর্যন্ত আমার জেতা এটাই সবচেয়ে বড় ট্রফি। আমার মনে হয়, ক্লাব বিশ্বকাপ সামনে চ্যাম্পিয়ন্স লীগের চেয়ে বড় হয়ে উঠবে এবং আমরা প্রথম দল হিসেবে এটা জিতলাম।’
অধিকাংশের ধারণাকে মিথ্যা প্রমাণ করে বিশ্ব সেরার মুকুট পরতে পেরে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কলউইল ও তার সতীর্থরা। আগামী মৌসুমে আরও সাফল্যের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই ইংলিশ ডিফেন্ডার।
‘টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম যে, আমাদের পরিকল্পনা ক্লাব বিশ্বকাপ জেতা এবং তখন মানুষ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি হয়তো পাগল। তাই এখন আমি আবারও একইরকম কথা বলব-আমরা (আগামী মৌসুমে) প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতব।’