বেন স্টোকস ও শুভমান গিল
উত্তেজনাপূর্ণ লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় মন ছুঁয়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। মঙ্গলবার,(১৫ জুলাই ২০২৫) টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘এমন একটা টেস্ট ম্যাচ জয় যদি কাউকে উত্তেজিত করতে না পারে, তাহলে আর কী উত্তেজিত করবে?’ স্টোকস বলেন, ‘শেষ উইকেটটা বশিরের ভাগ্যেই ছিল। সে দারুণ এক ক্রিকেটার। দলের জন্য সবসময়ই অবদান রাখতে চায় বশির।’
তিনি আরও বলেন, ‘ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। নিজেদের সেরাটা উজার করে দিতে চেয়েছিলাম। হাল ছাড়তে চাইনি। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে।’ লর্ডস টেস্টে বল হাতে ৫ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন স্টোকস। নিজের পারফরমেন্স নিয়ে স্টোকস বলেন, ‘আমি অলরাউন্ডার। দলকে সাহায্য করার জন্য চারটি সুযোগ থাকে। দু’বার ব্যাট হাতে ও দু’বার বল হাতে। যতটা সম্ভব সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’
প্রথম চারদিন ইংল্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করার পর শেষ দিনে হার মানে ভারত। তবে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল, ‘সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল। টপ অর্ডারে অন্তত দু’টো হাফ-সেঞ্চুরির জুটি হলেই ম্যাচ জিততে পারতাম আমরা। ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ দিন শেষ এক ঘণ্টায় খুব খারাপ ব্যাট করেছি আমরা। বিশেষ করে শেষ দুই উইকেট হারানো উচিত হয়নি। পঞ্চম দিন সকালেও যদি একটা ৫০ রানের জুটি হত, তা হলে ভালো জায়গায় থাকতাম আমরা।’
সিরিজে পিছিয়ে পড়লেও দলের পারফরমেন্সে খুশি গিল, ‘কখনও-কখনও সিরিজের স্কোরকার্ড আসল চিত্রটা পরিষ্কার করে না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। এখন থেকে আরও ভালো খেলবো বাকি সিরিজে।’
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী ২৩ জুলাই ম্যানচেষ্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
বেন স্টোকস ও শুভমান গিল
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
উত্তেজনাপূর্ণ লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় মন ছুঁয়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। মঙ্গলবার,(১৫ জুলাই ২০২৫) টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘এমন একটা টেস্ট ম্যাচ জয় যদি কাউকে উত্তেজিত করতে না পারে, তাহলে আর কী উত্তেজিত করবে?’ স্টোকস বলেন, ‘শেষ উইকেটটা বশিরের ভাগ্যেই ছিল। সে দারুণ এক ক্রিকেটার। দলের জন্য সবসময়ই অবদান রাখতে চায় বশির।’
তিনি আরও বলেন, ‘ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। নিজেদের সেরাটা উজার করে দিতে চেয়েছিলাম। হাল ছাড়তে চাইনি। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে।’ লর্ডস টেস্টে বল হাতে ৫ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন স্টোকস। নিজের পারফরমেন্স নিয়ে স্টোকস বলেন, ‘আমি অলরাউন্ডার। দলকে সাহায্য করার জন্য চারটি সুযোগ থাকে। দু’বার ব্যাট হাতে ও দু’বার বল হাতে। যতটা সম্ভব সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’
প্রথম চারদিন ইংল্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করার পর শেষ দিনে হার মানে ভারত। তবে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল, ‘সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল। টপ অর্ডারে অন্তত দু’টো হাফ-সেঞ্চুরির জুটি হলেই ম্যাচ জিততে পারতাম আমরা। ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ দিন শেষ এক ঘণ্টায় খুব খারাপ ব্যাট করেছি আমরা। বিশেষ করে শেষ দুই উইকেট হারানো উচিত হয়নি। পঞ্চম দিন সকালেও যদি একটা ৫০ রানের জুটি হত, তা হলে ভালো জায়গায় থাকতাম আমরা।’
সিরিজে পিছিয়ে পড়লেও দলের পারফরমেন্সে খুশি গিল, ‘কখনও-কখনও সিরিজের স্কোরকার্ড আসল চিত্রটা পরিষ্কার করে না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। এখন থেকে আরও ভালো খেলবো বাকি সিরিজে।’
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী ২৩ জুলাই ম্যানচেষ্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।