রোববার প্রথম ম্যাচ
শাহজালাল বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার(১৬-০৭-২০২৫) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দফায় ঢাকায় পা রেখে দলটি। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ খেলতে সকালে আসে দলটির প্রথম বহর। আর বিকেলে আসে বাকি অংশ।
পাকিস্তানের প্রথম বহরে রয়েছেন অধিনায়ক সালমান আলি আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং দলের প্রধান কোচ মাইক হেসনসহ অন্যান্য সহকারী কোচিং স্টাফরা। তারা সকাল ৮টা ৪০ মিনিটে করাচি হয়ে দুবাই ঘুরে ঢাকায় এসে পৌঁছান।
দ্বিতীয় বহরে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকীম, হুসেইন তালাত, আহমেদ ড্যানিয়েল, সালমান মির্জাসহ বাকি সহকারী স্টাফরা। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারা।
নিজ দেশেও অনুশীলন ক্যাম্প করে এসেছেন সালমান, ফাখার, সাইম আইয়ুবরা। করাচিতে সাত দিনের ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
বিশ্রাম নিয়ে আগামী শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার শেরেবাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।
এদিকে বর্তমানে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচটি বুধবার রাতে কলম্বোতে অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে আজ ঢাকায় ফিরবে লিটন দাসের দলটি।
সবশেষ ২০২১ সালে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে তারা। গত মে-জুন মাসে ঘরের মাঠেও বাংলাদেশকে তিন টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তান।
তাই বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের জবাব দেয়ার সুযোগ।
‘বাংলাদেশের প্রস্তুতি খুব
বেশি দরকার নেই’
প্রায় এক মাসের শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফিরেই পাকিস্তান সিরিজে ঢুকে যেতে হবে লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানদের। আগামী রোববার ঢাকায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টানা খেলার মধ্যে থাকায় পাকিস্তান সিরিজে আলাদা প্রস্তুতির দরকার নেই বললেন বিসিবি মক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাইম।
‘আগামীকাল দেশে ফেরার পর এক দিন বিশ্রামে থাকবে। কেউ ঐচ্ছিক অনুশীলন করতে পারে। তবে ১৯ তারিখ ওদের অনুশীলন থাকবে, ২০ তারিখ খেলবে। যেহেতু খেলার মধ্যে আছে, তাই সেই মাত্রার প্রস্তুতির দরকার নেই।’
‘একটু হয়তো মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। নতুন দল, কন্ডিশনটা আমাদের নিজেদের। গত এক মাস ধরে সেটা থেকে দূরে আছি আমরা। তাই ওইটার সঙ্গে একটু মানিয়ে নেওয়া। আমার মনে হয়, পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি এতটুকুই থাকবে।’
রোববার প্রথম ম্যাচ
শাহজালাল বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা
বুধবার, ১৬ জুলাই ২০২৫
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার(১৬-০৭-২০২৫) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দফায় ঢাকায় পা রেখে দলটি। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ খেলতে সকালে আসে দলটির প্রথম বহর। আর বিকেলে আসে বাকি অংশ।
পাকিস্তানের প্রথম বহরে রয়েছেন অধিনায়ক সালমান আলি আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং দলের প্রধান কোচ মাইক হেসনসহ অন্যান্য সহকারী কোচিং স্টাফরা। তারা সকাল ৮টা ৪০ মিনিটে করাচি হয়ে দুবাই ঘুরে ঢাকায় এসে পৌঁছান।
দ্বিতীয় বহরে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকীম, হুসেইন তালাত, আহমেদ ড্যানিয়েল, সালমান মির্জাসহ বাকি সহকারী স্টাফরা। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারা।
নিজ দেশেও অনুশীলন ক্যাম্প করে এসেছেন সালমান, ফাখার, সাইম আইয়ুবরা। করাচিতে সাত দিনের ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
বিশ্রাম নিয়ে আগামী শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার শেরেবাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।
এদিকে বর্তমানে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচটি বুধবার রাতে কলম্বোতে অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে আজ ঢাকায় ফিরবে লিটন দাসের দলটি।
সবশেষ ২০২১ সালে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে তারা। গত মে-জুন মাসে ঘরের মাঠেও বাংলাদেশকে তিন টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তান।
তাই বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের জবাব দেয়ার সুযোগ।
‘বাংলাদেশের প্রস্তুতি খুব
বেশি দরকার নেই’
প্রায় এক মাসের শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফিরেই পাকিস্তান সিরিজে ঢুকে যেতে হবে লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানদের। আগামী রোববার ঢাকায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টানা খেলার মধ্যে থাকায় পাকিস্তান সিরিজে আলাদা প্রস্তুতির দরকার নেই বললেন বিসিবি মক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাইম।
‘আগামীকাল দেশে ফেরার পর এক দিন বিশ্রামে থাকবে। কেউ ঐচ্ছিক অনুশীলন করতে পারে। তবে ১৯ তারিখ ওদের অনুশীলন থাকবে, ২০ তারিখ খেলবে। যেহেতু খেলার মধ্যে আছে, তাই সেই মাত্রার প্রস্তুতির দরকার নেই।’
‘একটু হয়তো মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। নতুন দল, কন্ডিশনটা আমাদের নিজেদের। গত এক মাস ধরে সেটা থেকে দূরে আছি আমরা। তাই ওইটার সঙ্গে একটু মানিয়ে নেওয়া। আমার মনে হয়, পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি এতটুকুই থাকবে।’