লর্ডস টেস্ট হেরে সিরিজে ১-২ পিছিয়ে গিয়েছে ভারত। তৃতীয় টেস্টে লড়াই করে ভারতকে হারতে হয়েছে ২২ রানে। আগ্রাসী মনোভাবের জন্য সমালোচিত হচ্ছেন শুভমান গিল। তবে ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। তার দাবি, সময় দিলে ঠিক শিখে যাবেন শুভমান।
লর্ডসে তৃতীয় এবং চতুর্থ দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দু’দলের ক্রিকেটারদের বাদানুবাদে। ইংল্যান্ডের ইচ্ছাকৃত সময় নষ্ট এবং উইকেট নিয়ে সিরাজের আগ্রাসন আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ইংরেজ ক্রিকেটারদের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ করেছিলেন শুভমানও।
শুভমানের এই আচরণই হারের নেপথ্যকারণ বলে মনে করেন অনেকে। যদিও সৌরভ মানছেন না। তিনি বলেছেন, ‘শুভমান ঠিক নিজের মতো করে ব্যাপারটা সামলে নেবে। অধিনায়ক হিসেবে সব শিখে যাবে। কেউ তো আর পুরোদস্তুর অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দিতে নামে না। বার্মিংহামে কত ভালো নেতৃত্ব দিয়েছে। আরও ভালো দেবে। ওকে সময় দিতে হবে।’
শুভমানের ব্যাটিং বিদেশে তার চোখে দেখা সেরা বলে বর্ণনা করেছেন সৌরভ। তার কথায়, ‘ব্যাটার হিসেবে অসাধারণ খেলেছে। বিদেশের মাটিতে এই প্রথম ওকে এত ভালো খেলতে দেখলাম। প্রথমে হেডিংলেতে শতরান এবং বার্মিংহামে পর পর শতরান।’ প্রসঙ্গত, ৬০৭ রান করে শুভমান এই মুহূর্তে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাকিদের মতো লর্ডসের হারের পরে হতাশ সৌরভ। তিনি মনে করেন, ম্যাচটা জেতা উচিত ছিল ভারতের। বলেছেন, ‘যেভাবে ভারত এই সিরিজে? ব্যাট করেছে তাতে অনায়াসে ১৯০ তাড়া করে জিততে পারত। দলের ব্যাটিং গভীরতা অসামান্য। আমি নিশ্চিত ওরা আমার থেকেও বেশি হতাশ। ২-১ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। দুটো জুটি হলেও ম্যাচটা জিততে পারতাম। ব্যাটিং কাকে বলে সেটা জাদেজা, বুমরাহ এবং সিরাজ দেখিয়ে দিয়েছে। বাকিরাও যদি ওদের মতো খেলতে পারত তা হলে ভারত ম্যাচটা জিতত।’
বুধবার, ১৬ জুলাই ২০২৫
লর্ডস টেস্ট হেরে সিরিজে ১-২ পিছিয়ে গিয়েছে ভারত। তৃতীয় টেস্টে লড়াই করে ভারতকে হারতে হয়েছে ২২ রানে। আগ্রাসী মনোভাবের জন্য সমালোচিত হচ্ছেন শুভমান গিল। তবে ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। তার দাবি, সময় দিলে ঠিক শিখে যাবেন শুভমান।
লর্ডসে তৃতীয় এবং চতুর্থ দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দু’দলের ক্রিকেটারদের বাদানুবাদে। ইংল্যান্ডের ইচ্ছাকৃত সময় নষ্ট এবং উইকেট নিয়ে সিরাজের আগ্রাসন আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ইংরেজ ক্রিকেটারদের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ করেছিলেন শুভমানও।
শুভমানের এই আচরণই হারের নেপথ্যকারণ বলে মনে করেন অনেকে। যদিও সৌরভ মানছেন না। তিনি বলেছেন, ‘শুভমান ঠিক নিজের মতো করে ব্যাপারটা সামলে নেবে। অধিনায়ক হিসেবে সব শিখে যাবে। কেউ তো আর পুরোদস্তুর অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দিতে নামে না। বার্মিংহামে কত ভালো নেতৃত্ব দিয়েছে। আরও ভালো দেবে। ওকে সময় দিতে হবে।’
শুভমানের ব্যাটিং বিদেশে তার চোখে দেখা সেরা বলে বর্ণনা করেছেন সৌরভ। তার কথায়, ‘ব্যাটার হিসেবে অসাধারণ খেলেছে। বিদেশের মাটিতে এই প্রথম ওকে এত ভালো খেলতে দেখলাম। প্রথমে হেডিংলেতে শতরান এবং বার্মিংহামে পর পর শতরান।’ প্রসঙ্গত, ৬০৭ রান করে শুভমান এই মুহূর্তে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাকিদের মতো লর্ডসের হারের পরে হতাশ সৌরভ। তিনি মনে করেন, ম্যাচটা জেতা উচিত ছিল ভারতের। বলেছেন, ‘যেভাবে ভারত এই সিরিজে? ব্যাট করেছে তাতে অনায়াসে ১৯০ তাড়া করে জিততে পারত। দলের ব্যাটিং গভীরতা অসামান্য। আমি নিশ্চিত ওরা আমার থেকেও বেশি হতাশ। ২-১ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। দুটো জুটি হলেও ম্যাচটা জিততে পারতাম। ব্যাটিং কাকে বলে সেটা জাদেজা, বুমরাহ এবং সিরাজ দেখিয়ে দিয়েছে। বাকিরাও যদি ওদের মতো খেলতে পারত তা হলে ভারত ম্যাচটা জিতত।’