জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছেন সেরা শাটলাররা। বুধবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মেয়েদের এককে শীর্ষ বাছাই সেনাবাহিনীর উর্মি আক্তার ২-০ সেটে পুলিশের সুমি আক্তারকে হারিয়েছেন। দ্বিতীয় শীর্ষ বাছাই ঢাকা বিভাগের আরেক উর্মি আক্তার ঝালকাঠির আকিক সানার বিপক্ষে বাই পেয়েছেন। তৃতীয় শীর্ষ বাছাই আনসারের স্মৃতি রাজবংশী ২-০ সেটে কুমিল্লার লাবণ্য আক্তারকে হারান। অন্যদিকে ছেলেদের এককে শীর্ষ বাছাই আনসারের খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে খুলনার তনয় সাহাকে এবং পুলিশের য্ক্তুরাষ্ট্র প্রবাসী শাটলার আয়মান ইবনে জামান সমান সেটে বরিশালের মুহতাসিম বিল্লাকে হারিয়েছেন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছেন সেরা শাটলাররা। বুধবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মেয়েদের এককে শীর্ষ বাছাই সেনাবাহিনীর উর্মি আক্তার ২-০ সেটে পুলিশের সুমি আক্তারকে হারিয়েছেন। দ্বিতীয় শীর্ষ বাছাই ঢাকা বিভাগের আরেক উর্মি আক্তার ঝালকাঠির আকিক সানার বিপক্ষে বাই পেয়েছেন। তৃতীয় শীর্ষ বাছাই আনসারের স্মৃতি রাজবংশী ২-০ সেটে কুমিল্লার লাবণ্য আক্তারকে হারান। অন্যদিকে ছেলেদের এককে শীর্ষ বাছাই আনসারের খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে খুলনার তনয় সাহাকে এবং পুলিশের য্ক্তুরাষ্ট্র প্রবাসী শাটলার আয়মান ইবনে জামান সমান সেটে বরিশালের মুহতাসিম বিল্লাকে হারিয়েছেন।