বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ন সেমিফাইনাল খেলায় মমিনুলের হ্যাটট্রিকের সুবাদে মোহনপুর উপজেলা ফুটবল দল ৩-১ গোলে বাগমারা উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে ওঠে। মমিনুল ৩টি গোল করেন। বিজিত দলের পক্ষে হাবিবুর রহমান ১টি গোল পরিশোধ করেন। ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মো. মুরাদুজ্জামান এলান। দীর্ঘদিন পরে এইমাঠে ফুটবল খেলা আয়োজন করায় মাঠে প্রায় ১০ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে স্ব স্ব দলের পক্ষে উৎসাহ দিতে থাকেন। তবে একটি ফাউলকে কেন্দ্র করে খেলা প্রায় ১৫/২০ মিনিট বন্ধ ছিল । পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ও পুনরায় খেলা শুরু হয়।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ন সেমিফাইনাল খেলায় মমিনুলের হ্যাটট্রিকের সুবাদে মোহনপুর উপজেলা ফুটবল দল ৩-১ গোলে বাগমারা উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে ওঠে। মমিনুল ৩টি গোল করেন। বিজিত দলের পক্ষে হাবিবুর রহমান ১টি গোল পরিশোধ করেন। ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মো. মুরাদুজ্জামান এলান। দীর্ঘদিন পরে এইমাঠে ফুটবল খেলা আয়োজন করায় মাঠে প্রায় ১০ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে স্ব স্ব দলের পক্ষে উৎসাহ দিতে থাকেন। তবে একটি ফাউলকে কেন্দ্র করে খেলা প্রায় ১৫/২০ মিনিট বন্ধ ছিল । পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ও পুনরায় খেলা শুরু হয়।