বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
সভাপতি করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ১৯ সদস্য কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংগঠক আলেয়া ফেরদৌস। দুই সহ-সভাপতি মধ্যে একজন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী। আরেক সহ-সভাপতি আব্দুস সালাম খান বিগত সময়ে সহ-সভাপতি ছিলেন।
কমিটিতে যুগ্ম সম্পাদক সাবেক শুটার জি এম হায়দার, কোষাধ্যক্ষ আহমেদ কবির। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধিসহ রয়েছেন ১৩জন সদস্য।
ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন-অ্যাসোসিয়েশন সংখ্যা ছিল ৫৫। তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় এখন দাঁড়িয়েছে ৫২। ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টি ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের মধ্যে এখন শুধু মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বাকি থাকলো।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
সভাপতি করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ১৯ সদস্য কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংগঠক আলেয়া ফেরদৌস। দুই সহ-সভাপতি মধ্যে একজন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী। আরেক সহ-সভাপতি আব্দুস সালাম খান বিগত সময়ে সহ-সভাপতি ছিলেন।
কমিটিতে যুগ্ম সম্পাদক সাবেক শুটার জি এম হায়দার, কোষাধ্যক্ষ আহমেদ কবির। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধিসহ রয়েছেন ১৩জন সদস্য।
ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন-অ্যাসোসিয়েশন সংখ্যা ছিল ৫৫। তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় এখন দাঁড়িয়েছে ৫২। ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টি ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের মধ্যে এখন শুধু মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বাকি থাকলো।