বৃহস্পতিবার দেশে ফেরেন টাইগাররা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়। যা লঙ্কান ভূমিতে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টিতে সান্তনার জয় নিয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা।
সিরিজ জয়ের পরদিনই বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন টাইগাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররা দেশে ফিরেছেন। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের। কেননা আজ থেকেই আবার তাদের অনুশীলনে নামতে হবে। প্রস্তুতি নিতে পাকিস্তান সিরিজের জন্য।
গতকাল বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বিপরীতে বাংলাদেশের পক্ষে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকারের ম্যাজিকাল ফিগার গড়েন স্পিনার শেখ মেহেদি। লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে তারা সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে জিতল ২-১ ব্যবধানে।
এরপর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি মিশনে নামবে।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।
বৃহস্পতিবার দেশে ফেরেন টাইগাররা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়। যা লঙ্কান ভূমিতে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টিতে সান্তনার জয় নিয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা।
সিরিজ জয়ের পরদিনই বৃহস্পতিবার,(১৭ জুলাই ২০২৫) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন টাইগাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররা দেশে ফিরেছেন। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের। কেননা আজ থেকেই আবার তাদের অনুশীলনে নামতে হবে। প্রস্তুতি নিতে পাকিস্তান সিরিজের জন্য।
গতকাল বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বিপরীতে বাংলাদেশের পক্ষে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকারের ম্যাজিকাল ফিগার গড়েন স্পিনার শেখ মেহেদি। লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে তারা সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে জিতল ২-১ ব্যবধানে।
এরপর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি মিশনে নামবে।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।