সাফ নারী চ্যাম্পিয়নশিপ
মেয়েদের শুক্রবার ছিল বিশ্রামের দিন। তাই হোটেলের সুইমিং পুলে খোশ মেজাজে
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চার দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলছে। তাই প্রত্যেক দল ছয়টি ম্যাচে লড়বে। প্রত্যেকে একে অপরের সঙ্গে দুবার করে খেলার সুযোগ পাচ্ছে। সেই হিসেবে শনিবার দ্বিতীয় লেগে সন্ধ্যা সাতটায় ফের শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বেলা তিনটায় নেপাল খেলবে ভুটানের বিপক্ষে। দুটি ম্যাচই হবে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।
চলতি টুর্নামেন্টে চার দলের মধ্যে সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কা। প্রতিপক্ষের কাছে তাদের গোল হজমের দিকে চোখ দিলেই তা স্পষ্ট। গত চার ম্যাচে ২৮টি গোল হজম করেছে তারা। বিপরীতে কেবল বাংলাদেশের জালেই দিতে পেরেছে একটি গোল। সবচেয়ে বেশি তারা গোল হজম করেছে নেপালের কাছে। দুই ম্যাচে ১৪ গোল। তবে এক ম্যাচে বেশি গোল হজম করার রেকর্ড তাদের লাল সবুজের কাছেই। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে তারা হেরেছে ৯-১ গোলে। তাই শনিবার লংকানদের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছাড়তে চান ব্রিটিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা।
এক দিন পর পর খেলার ক্লান্তি ঝরাতে শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) মাঠে কোনও অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। রিকভারি সেশন প্রাধান্য পেয়েছে। এদিন নিজেদের প্রাণবন্ত করতে জিম সেশন ও সুইমিং পুলে খেলোয়াড়রা সময় কাটান। এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাদের শুক্রবার ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলকে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’ নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশেপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’
টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে তার কথা, ‘সামনে দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করিয়েছেন। সেখানে বলেছেন কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস। ইনশাআল্লাহ ভালো জয় নিয়ে মাঠ থেকে ফিরবো।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপ
মেয়েদের শুক্রবার ছিল বিশ্রামের দিন। তাই হোটেলের সুইমিং পুলে খোশ মেজাজে
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চার দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলছে। তাই প্রত্যেক দল ছয়টি ম্যাচে লড়বে। প্রত্যেকে একে অপরের সঙ্গে দুবার করে খেলার সুযোগ পাচ্ছে। সেই হিসেবে শনিবার দ্বিতীয় লেগে সন্ধ্যা সাতটায় ফের শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বেলা তিনটায় নেপাল খেলবে ভুটানের বিপক্ষে। দুটি ম্যাচই হবে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।
চলতি টুর্নামেন্টে চার দলের মধ্যে সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কা। প্রতিপক্ষের কাছে তাদের গোল হজমের দিকে চোখ দিলেই তা স্পষ্ট। গত চার ম্যাচে ২৮টি গোল হজম করেছে তারা। বিপরীতে কেবল বাংলাদেশের জালেই দিতে পেরেছে একটি গোল। সবচেয়ে বেশি তারা গোল হজম করেছে নেপালের কাছে। দুই ম্যাচে ১৪ গোল। তবে এক ম্যাচে বেশি গোল হজম করার রেকর্ড তাদের লাল সবুজের কাছেই। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে তারা হেরেছে ৯-১ গোলে। তাই শনিবার লংকানদের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছাড়তে চান ব্রিটিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা।
এক দিন পর পর খেলার ক্লান্তি ঝরাতে শুক্রবার,(১৮ জুলাই ২০২৫) মাঠে কোনও অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। রিকভারি সেশন প্রাধান্য পেয়েছে। এদিন নিজেদের প্রাণবন্ত করতে জিম সেশন ও সুইমিং পুলে খেলোয়াড়রা সময় কাটান। এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাদের শুক্রবার ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলকে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’ নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশেপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’
টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে তার কথা, ‘সামনে দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করিয়েছেন। সেখানে বলেছেন কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস। ইনশাআল্লাহ ভালো জয় নিয়ে মাঠ থেকে ফিরবো।’