বাংলাদেশ সফরের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর মিরপুরের উইকেটকে দুষছে পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সালমান আগা কোনো রাখঢাক না করেই সমালোচনা করেছেন। এরপর সংবাদ সম্মেলনে আসা পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও মিরপুরের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। তার মতে, এমন উইকেট কোনো দলের জন্যই আদর্শ নয়। হেসনের সংবাদ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ জয়ের নায়ক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন। হেসনের মন্তব্য উঁড়িয়ে দিয়ে পারভেজ বলেন, পাকিস্তানের কোচের মতামত গ্রহণযোগ্য নয়।
শুরুতে ব্যাটিংয়ে নামা সফরকারী পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে বাংলাদেশ দল ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে। বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রাখেন পারভেজ। ৩৯ বলে তিন বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। তার আগে অবশ্য তাসকিন ও মোস্তাফিজের কাছে হার মানে পাকিস্তান। বিশেষ করে মোস্তাফিজের বল খেলতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। সংবাদ সম্মেলনে এসে এতেই ক্ষোভ ঝাড়েন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি বলেন, আমি মনে করি এটা কোনো দলের জন্যই আদর্শ উইকেট নয়। দলগুলো এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন পিচ মেনে নেয়া যায় না। যদিও ব্যাটিংয়ে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার কোনো অজুহাত চলে না। কিন্তু এটা স্পষ্ট যে, এই পিচ আন্তর্জাতিক মানের নয়।
পাকিস্তান ক্রিকেট দলের কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়: ইমন
ম্যাচ সেরা পারভেজও উইকেট নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তার মতে পাকিস্তান ক্রিকেট দলের কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পাকিস্তানের কোচ যেমনটা বলেছেন, তেমন মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।
পারভেজ আরও বলেন, বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে, এটা সবারই জানা। চেষ্টা করেছি যত দ্রুত উইকেটটা অ্যাসেস করে সেট হওয়া যায়। এটা অনেক আগের প্ল্যানিং ছিল।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৮টি দিয়েছেন ডট। ৬ রান খরচায় তার শিকার দুটি উইকেট। মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় পারভেজ বলেছেন, খুব ভালো বোলিং করছেন মোস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করছে এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর গত ৯ বছরে কোনো ম্যাচ জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। গত রোববার ৯ বছরের অপেক্ষার প্রহর শেষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।
এমন জয়ের অনুভূতি জানতে চাইলে পারভেজ বলেছেন, এমন কোনো আলোচনা হয়নি। লাস্ট সিরিজটা ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে। সবাই চেষ্টা করছি কনফিডেন্সটা ক্যারি করতে, ওভাবেই আসলে খেলেছি।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বাংলাদেশ সফরের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর মিরপুরের উইকেটকে দুষছে পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সালমান আগা কোনো রাখঢাক না করেই সমালোচনা করেছেন। এরপর সংবাদ সম্মেলনে আসা পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও মিরপুরের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। তার মতে, এমন উইকেট কোনো দলের জন্যই আদর্শ নয়। হেসনের সংবাদ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ জয়ের নায়ক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন। হেসনের মন্তব্য উঁড়িয়ে দিয়ে পারভেজ বলেন, পাকিস্তানের কোচের মতামত গ্রহণযোগ্য নয়।
শুরুতে ব্যাটিংয়ে নামা সফরকারী পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে বাংলাদেশ দল ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে। বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রাখেন পারভেজ। ৩৯ বলে তিন বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। তার আগে অবশ্য তাসকিন ও মোস্তাফিজের কাছে হার মানে পাকিস্তান। বিশেষ করে মোস্তাফিজের বল খেলতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। সংবাদ সম্মেলনে এসে এতেই ক্ষোভ ঝাড়েন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি বলেন, আমি মনে করি এটা কোনো দলের জন্যই আদর্শ উইকেট নয়। দলগুলো এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন পিচ মেনে নেয়া যায় না। যদিও ব্যাটিংয়ে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার কোনো অজুহাত চলে না। কিন্তু এটা স্পষ্ট যে, এই পিচ আন্তর্জাতিক মানের নয়।
পাকিস্তান ক্রিকেট দলের কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়: ইমন
ম্যাচ সেরা পারভেজও উইকেট নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তার মতে পাকিস্তান ক্রিকেট দলের কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পাকিস্তানের কোচ যেমনটা বলেছেন, তেমন মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।
পারভেজ আরও বলেন, বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে, এটা সবারই জানা। চেষ্টা করেছি যত দ্রুত উইকেটটা অ্যাসেস করে সেট হওয়া যায়। এটা অনেক আগের প্ল্যানিং ছিল।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৮টি দিয়েছেন ডট। ৬ রান খরচায় তার শিকার দুটি উইকেট। মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় পারভেজ বলেছেন, খুব ভালো বোলিং করছেন মোস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করছে এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর গত ৯ বছরে কোনো ম্যাচ জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। গত রোববার ৯ বছরের অপেক্ষার প্রহর শেষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।
এমন জয়ের অনুভূতি জানতে চাইলে পারভেজ বলেছেন, এমন কোনো আলোচনা হয়নি। লাস্ট সিরিজটা ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে। সবাই চেষ্টা করছি কনফিডেন্সটা ক্যারি করতে, ওভাবেই আসলে খেলেছি।